য়ুকি এখন ভারত-সেরা

ভারতের এক নম্বর টেনিস প্লেয়ার তারকা এখন য়ুকি ভামব্রি। সমরখান্দ চ্যালেঞ্জারে রানার্স হয়ে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ২০০ থেকে ১৫৮ নম্বরে উঠে এলেন ভামব্রি। টপকে গেলেন সোমদেব দেববর্মনকে। যাঁর র‌্যাঙ্কিং এখন ১৭২। ভারতের নতুন এক নম্বর টেনিস প্লেয়ারের এখন লক্ষ্য ফরাসি ওপেনে যোগ্যতা অর্জন করা। ‘‘আমাকে ফিট থাকতে হবে। শেষ কয়েক সপ্তাহ খুব ভাল গিয়েছে। প্যারিসে এই সপ্তাহে কোয়ালিফাইং রাউন্ডে ভাল খেললে ভাল রেজাল্ট ঠিক পাব।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ মে ২০১৫ ০২:২২
Share:

ভারতের এক নম্বর টেনিস প্লেয়ার তারকা এখন য়ুকি ভামব্রি। সমরখান্দ চ্যালেঞ্জারে রানার্স হয়ে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ২০০ থেকে ১৫৮ নম্বরে উঠে এলেন ভামব্রি। টপকে গেলেন সোমদেব দেববর্মনকে। যাঁর র‌্যাঙ্কিং এখন ১৭২। ভারতের নতুন এক নম্বর টেনিস প্লেয়ারের এখন লক্ষ্য ফরাসি ওপেনে যোগ্যতা অর্জন করা। ‘‘আমাকে ফিট থাকতে হবে। শেষ কয়েক সপ্তাহ খুব ভাল গিয়েছে। প্যারিসে এই সপ্তাহে কোয়ালিফাইং রাউন্ডে ভাল খেললে ভাল রেজাল্ট ঠিক পাব।’’ ডাবলস র‌্যাঙ্কিংয়ে রোহন বোপান্না ২০ নম্বরে উঠে এলেন। লিয়েন্ডার পেজ ২৭-এ নামলেন। মেয়েদের ডাবলসে বিশ্বের এক নম্বরই থাকলেন সানিয়া মির্জা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement