ভারতে এলেন জিনেদিন জিদান

মুম্বইয়ে পৌঁছলেন জিনেদিন জিদান। বৃহস্পতিবারই ভারতে পা রাখেন ফরাসি এই ফুটবল তারকা। যদিও ফুটবলের জন্য এই ভারত সফর নয়। শহরের এক নির্মান সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবেই ভারতে এসেছেন বর্তমান রিয়েল মাদ্রিদ কোচ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ জুন ২০১৬ ২০:০৯
Share:

মুম্বইয়ে পৌঁছলেন জিনেদিন জিদান। বৃহস্পতিবারই ভারতে পা রাখেন ফরাসি এই ফুটবল তারকা। যদিও ফুটবলের জন্য এই ভারত সফর নয়। শহরের এক নির্মান সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবেই ভারতে এসেছেন বর্তমান রিয়েল মাদ্রিদ কোচ। আপাতত ছুটি। দলকে চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন করেই ভারত সফরে হাজির জিদান। অতীতে বিশ্ব ফুটবলের অনেকেই এসেছেন ভারতের। কিছুদিন আগেই পুণেতে ঘুরে গেলেন ব্রাজিল তারকা রোনাল্ডিনহো। পেলে থেকে মারাদোনা, অলিভার কান থেকে ফোরলান। ঘুরে গিয়েছেন ভারত তথা কলকাতায়। সকলেই প্রায় এসেছিলেন ফুটবলের স্বার্থে। এবার জিদান এলেন এই দেশে। যদিও বাকি সব ফুটবলারদের মতো কলকাতা ভ্রমণ হচ্ছে না তাঁর।

Advertisement

২৮ মে রিয়েল মাদ্রিদকে জেতানোর সঙ্গেই প্লেয়ার হিসেবে ও কোচ হিসেবে রিয়েলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয়ে গেল জিদানের। তাঁর ফুটবল জীবনে এরকম আরও অনেক মাইলস্টোন রয়েছে। সেই জিদানের আগমনে উচ্ছ্বসিত মুম্বইয়ের ফুটবলপ্রেমীরা। আগামীকাল ওই প্রকল্পের শিলান্যাস করবেন জিদান। ভারতে পৌঁছে জিদান, তাঁকে এই দেশে নিয়ে আসার জন্য সেই সংস্থাকে ধন্যবাদ জানান। সঙ্গে এসেছেন স্ত্রী ভেরোনোক জিদানও।

আরও খবর

Advertisement

ফুটবল মাঠে কে এই সুন্দরী?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement