অবনমনের অঙ্কে বিশ্বাস নেই করিমের

অবনমন থেকে বাঁচার জন্য সঞ্জয় সেন লক্ষ্যমাত্রা ধার্য করেছেন ২৬ পয়েন্ট। মহমেডান কোচের অঙ্কে অবশ্য সায় নেই করিম বেঞ্চারিফার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ মার্চ ২০১৪ ০২:৫৪
Share:

অবনমন থেকে বাঁচার জন্য সঞ্জয় সেন লক্ষ্যমাত্রা ধার্য করেছেন ২৬ পয়েন্ট। মহমেডান কোচের অঙ্কে অবশ্য সায় নেই করিম বেঞ্চারিফার।

Advertisement

সোমবার সকালে অনুশীলনের পর করিম বলে দিলেন, “আমি অঙ্কে খুব কাঁচা। সাইকোলজিতে অবশ্য বেশ ভাল। তাই অঙ্কের হিসেব না কষে ফুটবলারদের ম্যাচ জেতার জন্য উদ্বুদ্ধ করছি। ম্যাচ জিততে শুরু করলেই অবনমনের আশঙ্কা আর থাকবে না।” আই লিগের লাস্ট বয় র্যান্টি মার্টিন্সের রাংদাজিদ একের পর এক ম্যাচ জিততে থাকায় অবনমনের দলগুলির মধ্যে কাঁপুনি শুরু হয়েছে। তাদের বিরুদ্ধেই পরের ম্যাচ বাগানের। তা সত্ত্বেও করিম বলে দিলেন “মোহনবাগান এখন সাত নম্বরে রয়েছে। আমাদের পরেও তো ছ’টি দল রয়েছে। তাই অবনমন নিয়ে আমরা এত ভাবতে যাব কেন?”

আই লিগের যে তেরোটি দল রয়েছে তাদের মধ্যে ওডাফারাই সবচেয়ে বেশি ম্যাচ (১৯) খেলে ফেলেছেন। পয়েন্ট মাত্র ২১। হাতে রয়েছে পাঁচ ম্যাচ। এর মধ্যে অবশ্য তিনটি ম্যাচই খেলতে হবে ঘরের মাঠে (বেঙ্গালুরু এফসি, শিলং লাজং এবং ইউনাইটেড স্পোর্টস)। রাংদাজিদ এবং স্পোর্টিং ক্লুবের বিরুদ্ধে রয়েছে অ্যাওয়ে ম্যাচ। পরের ম্যাচে র্যান্টি মার্টিন্সদের বিরুদ্ধে নামার আগে তিনটি বিষয় চিন্তায় রাখছে মরক্কান কোচকে। ১) শিলং-এর পাহাড়ি রাস্তায় যাওয়ার ধকল। ২) শিল্টন আর ইচের চোট। ইচে তাও তিন দিনে চোট সারিয়ে দলের সঙ্গে যেতে পারবেন, শিল্টনের যাওয়ার সম্ভাবনা প্রায় নেই। ৩) র্যান্টিদের দুর্ধর্ষ ফর্ম। এই মুহূর্তে দুরন্ত ছন্দে রয়েছে রাংদাজিদ। নতুন দলে যোগ দেওয়ার পর র্যান্টিও নিয়মিত গোল পাচ্ছেন। করিম কিন্তু বললেন, “অনেক সমস্যাই রয়েছে। তবে তিন পয়েন্ট ছাড়া আমরাও কিছু ভাবছি না।” বৃহস্পতিবার সকালে শিলং উড়ে যাচ্ছে মোহনবাগান।

Advertisement

এ দিন সেলিব্রেটিদের সঙ্গে নিয়ে প্র্যাকটিস ম্যাচ খেলেন সন্দীপ নন্দীরা। গোলের নীচে দাঁড়িয়ে সন্দীপ পাঁচ গোল খেলেও, সেলিব্রেটি-ফুটবলার দলের কিপার কাঞ্চন মল্লিক কিন্তু মাত্র দু’গোল হজম করেছেন। মোহনবাগানের প্রথম একাদশের বেশির ভাগ ফুটবলার অবশ্য খেলেননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন