আট মাস পরে ট্রফি ফেডেরারের

আট মাস ধরে চলা খেতাবের খরা কাটল এত দিনে। শনিবার দুবাই ওপেনে সিঙ্গলস খেতাব জিতে নিলেন রজার ফেডেরার। ফাইনালে টমাস বার্ডিচকে হারিয়ে সেরার শিরোপা জিতে নিলেন বিশ্বের আট নম্বর টেনিস তারকা। শুক্রবার শেষ চারে জকোভিচের বিরুদ্ধে যেমন প্রথম সেট হারার পরেও ম্যাচ জিতে নেন, ফাইনালেও সে ভাবেই জয় ছিনিয়ে নেন ৩২ বছরের টেনিস কিংবদন্তি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ মার্চ ২০১৪ ০৮:৩২
Share:

দুবাই ওপেন জিতে। ছবি: রয়টার্স।

আট মাস ধরে চলা খেতাবের খরা কাটল এত দিনে। শনিবার দুবাই ওপেনে সিঙ্গলস খেতাব জিতে নিলেন রজার ফেডেরার। ফাইনালে টমাস বার্ডিচকে হারিয়ে সেরার শিরোপা জিতে নিলেন বিশ্বের আট নম্বর টেনিস তারকা।

Advertisement

শুক্রবার শেষ চারে জকোভিচের বিরুদ্ধে যেমন প্রথম সেট হারার পরেও ম্যাচ জিতে নেন, ফাইনালেও সে ভাবেই জয় ছিনিয়ে নেন ৩২ বছরের টেনিস কিংবদন্তি। ফল ৩-৬, ৬-৪, ৬-৩। সব মিলিয়ে আটটি ‘এস্’ ও চারবার বিপক্ষের সার্ভিস ব্রেক করে গত বারের রানার আপ বার্ডিচকে হারান তিনি। ম্যাচের শেষ দিকে জয়ের জন্য মরিয়া হয়ে ওঠেন সুইস তারকা। শেষের আগের গেমেই বিশ্বের ছ’নম্বর বার্ডিচ দু’বার ম্যাচ পয়েন্ট বাঁচান। কিন্তু তার পরের গেমে আর তাঁর টানা ১১ জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি। আট মাস পর খেতাব পেয়ে ফেডেরারের প্রতিক্রিয়া, “এখানে ছ’বার চ্যাম্পিয়ন হওয়াটা আমার কাছে বিশেষ ব্যাপার। শুধু আজকের ম্যাচে নয়, সারা সপ্তাহ ধরেই ভাল খেলতে পারায় আমি খুশি।” ১৭ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন ফাইনাল নিয়ে বলেন, “বিপক্ষ হিসেবে টমাস বেশ কঠিন। ম্যাচটা হাড্ডাহাড্ডি হয়েছে। ভালই লড়াই করলাম।” এই জয় তাঁর কেরিয়ারের ৭৮তম সিঙ্গলস খেতাব। সবচেয়ে বেশি সিঙ্গলস খেতাব জয়ের তালিকায় ম্যাকেনরোকে (৭৭) টপকে গেলেন ফেডেরার।

Advertisement

ইন্দো-পাক খেতাব

বোপান্না-কুরেশির ইন্দো-পাক এক্সপ্রেস এ দিন দুবাই ওপেন চ্যাম্পিয়ন হল ফাইনালে নেস্টর-জিমোনজিচ জুটিকে ৬-৪, ৬-৩ হারিয়ে। জানুয়ারিতে সিডনি ওপেন ফাইনালে হারের বদলাও নিলেন। গতবার দুবাইয়ে মহেশকে নিয়ে চ্যাম্পিয়ন হওয়া বোপান্নার এটা নিজের দশম ডাবলস খেতাব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন