আটলেটিকোতে মজে স্কোয়াশের সোনার ছেলেও

স্কোয়াশে তিনি সোনার ছেলে। কিন্তু আর পাঁচ জন বাঙালি ছেলের মতোই ফুটবল পাগল সৌরভ ঘোষাল! এবং আটলেটিকোর দে কলকাতার অন্ধভক্ত তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৫ ০৩:০৯
Share:

একটি অনুষ্ঠানে স্কোয়াশ তারকা সৌরভ ঘোষাল। ছবি: উৎপল সরকার।

স্কোয়াশে তিনি সোনার ছেলে। কিন্তু আর পাঁচ জন বাঙালি ছেলের মতোই ফুটবল পাগল সৌরভ ঘোষাল! এবং আটলেটিকোর দে কলকাতার অন্ধভক্ত তিনি।

Advertisement

শনিবার যুবভারতীতে আইএসএলে হাবাসের টিমের ম্যাচ দেখতেও যেতে চান ইনচিওন এশিয়ান গেমসের সোনাজয়ী সৌরভ। বৃহস্পতিবার একটি ম্যারাথন দৌড়ের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলার সফল এই ক্রীড়াবিদ। বলছিলেন, ‘‘এমনিতে আমি ম্যান ইউ-এর ভক্ত। বিদেশি খেলাগুলোই বেশি দেখি। তবে শহরে থাকলে ডার্বি মিস করি না। আইএসএলের খেলা দেখারও চেষ্টা করি। ইচ্ছে আছে শনিবারে মাঠে যাওয়ার।’’

নিকোলাস আনেলকার মুম্বইকে ৪-১ হারিয়েছিল আটলেটিকো। এই ফলে তিনি যতটা উচ্ছ্বসিত হয়েছিলেন, ততটাই মুষড়ে পড়েছিলেন দিল্লির কাছে শেষ মুহূর্তে গোল খেয়ে এটিকে হেরে যাওয়ায়। আইএসএল নিয়ে কথা বলার সময় সৌরভ জানাতে ভুললেন না, ‘‘আমি চাই কলকাতা গত বছরের মতো এ বছরও চ্যাম্পিয়ন হোক।’’ বেশির ভাগ সময়ে বিশ্ব জুড়ে স্কোয়াশের বিভিন্ন টুর্নামেন্ট খেলতে ব্যস্ত থাকায় ফুটবল সে ভাবে দেখা হয় না বলে আক্ষেপ করতে দেখা গেল তাঁকে। যদি শহরে থাকেন ২৯ নভেম্বর ‘রান ফর এডুকেশন’-এর জন্য যে ম্যারাথন হওয়ার কথা রয়েছে সল্টলেকে, সেখানে তিনি দৌড়তে পারেন। ৮ নভেম্বর ওয়ার্ল্ড রান ডে-তে আবার নিউ আলিপুর রেড স্টার অ্যাসোসিয়েশন একটি ম্যারাথনের আয়োজন করেছে। যেখানে ঝুমা খাতুনের মতো অ্যাথলিটরা অংশ নেবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement