ঋদ্ধিকে জায়গা ছাড়তে আপত্তি নেই শ্রীবত্‌সের

ঋদ্ধিমানকে যোগ্য হিসেবে জায়গা ছেড়ে দিতে তাঁর আপত্তি নেই বলে জানালেন বাংলা ক্রিকেট দলের এই মুহূর্তে নির্ভরযোগ্য উইকেটকিপার-ব্যাটসম্যান শ্রীবত্‌স গোস্বামী। রবিবার শিলিগুড়িতে জাগরণী সঙ্ঘ পরিচালিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উপস্থিত হয়ে এই কথা জানান তিনি। তিনি বলেন, “ঋদ্ধিমান সাহা জাতীয় টেস্ট দলে নিয়মিত খেলছে। তাই বাংলার হয়ে খেলার সময়ে স্বাভাবিকভাবেই তাঁকে জায়গা ছেড়ে দিতে হবে। এতে আপত্তির কিছু নেই। বরং ঋদ্ধি দলে থাকলে তাঁর সঙ্গে সুস্থ প্রতিযোগিতা চলে। তাতে নিজেরই লাভ।”

Advertisement

নিজস্ব সংবাদদাদাতা

শিলিগুড়ি শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ০২:৪৯
Share:

জয়ীদের সঙ্গে শিলিগুড়ির বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্য।

ঋদ্ধিমানকে যোগ্য হিসেবে জায়গা ছেড়ে দিতে তাঁর আপত্তি নেই বলে জানালেন বাংলা ক্রিকেট দলের এই মুহূর্তে নির্ভরযোগ্য উইকেটকিপার-ব্যাটসম্যান শ্রীবত্‌স গোস্বামী। রবিবার শিলিগুড়িতে জাগরণী সঙ্ঘ পরিচালিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উপস্থিত হয়ে এই কথা জানান তিনি।

Advertisement

তিনি বলেন, “ঋদ্ধিমান সাহা জাতীয় টেস্ট দলে নিয়মিত খেলছে। তাই বাংলার হয়ে খেলার সময়ে স্বাভাবিকভাবেই তাঁকে জায়গা ছেড়ে দিতে হবে। এতে আপত্তির কিছু নেই। বরং ঋদ্ধি দলে থাকলে তাঁর সঙ্গে সুস্থ প্রতিযোগিতা চলে। তাতে নিজেরই লাভ।” তারপরেই জানতে চাইলেন, সূর্যনগরের ওই মাঠ থেকে ঋদ্ধির বাড়ি কতদূরে? বাংলা দলের সাম্প্রতিক পারফরম্যান্স খারাপ হলেও তাতে বড় কোনও পরিবর্তন আনার দরকার নেই বলে জানান তিনি। তবে বিশ্বকাপ প্রসঙ্গ উঠতেই উচ্ছ্বসিত বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের সতীর্থ বিরাট কোহলি ও বাংলা দলে সতীর্থ মহম্মদ শামির প্রশংসায়। ভারত সেমিফাইনালে যাবে বলে মোটামুটি নিশ্চিত তিনি। তবে নক আউট পর্যায়ে যে কোনও দল জিততে পারে বলে মনে করছেন নির্ভরযোগ্য এই উইকেটরক্ষক।

সামান্য আলাপচারিতায় ঋদ্ধিকে প্রশংসায় ভরিয়ে দিলেন। এমনকী জানালেন, ধোনি টেস্টে অবসরের পর ঋদ্ধির জায়গা পাকা বলেই মনে করছেন তিনি। এমনকী ওয়ানডেতে ধোনির অবসরের পর তারই জায়গা পাওয়ার কথা। অন্য অনেকে এই সময়ে উঠে এলেও তার মধ্যে ঋদ্ধিই সেরা বলে তিনি মনে করেছেন। তাঁর নিজের সম্ভাবনা কতটা তা জানতে চাইলে শ্রীবত্‌স অবশ্য ফর্মে রয়েছেন বলে জানান। ভারতীয় দলে ডাক পাওয়ার সম্ভাবনা নিয়ে তিনি জানান, একটি দলে একজনই উইকেট কিপার থাকে। তাই জায়গাটা কঠিন। এখন সঞ্জু স্যামসন, নমন ওঝা, দীনেশ কার্তিকরাও ভাল খেলছে। যে কেউ জাতীয় দলে খেলার যোগ্য বলে শ্রীবত্‌স মনে করছেন। তবে সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন ধারাবাহিকতায়। এটাই একজন ভাল খেলোয়াড়ের সঙ্গে জিনিয়াসের পার্থক্য গড়ে দেয় বলে তিনি জানান।

Advertisement


রানার্স-আপ দলের সঙ্গে শ্রীবত্‌স গোস্বামী।

বিশ্বকাপে তাঁর বাজি অস্ট্রেলিয়া। ভারতীয় দলের বোলিং আক্রমণ নিয়ে অনেক সমালোচনা হলেও বড় মঞ্চে এঁদের জ্বলে ওঠার ক্ষমতা আছে বলেই মনে করছেন। এই জাতীয় দলে অনেকের সঙ্গে খেলার অভিজ্ঞতা থেকে তিনি এ কথা জানাচ্ছেন। নজর রাখতে বলছেন বিরাট কোহলি এবং শামির দিকেও। পাকিস্তান ম্যাচের দুই সফল তারকা বলে নয়, এই ভারতীয় দজলের মুখই হচ্ছে বিরাট কোহলি। কোহলির সাফল্যের রহস্য নিখঁুত অনুশীলন ও আগ্রাসী মানসিকতা। যে কোনও বোলিংকে নিজের দিনে খুন করে ফেলতে পারে বলে তাঁর ধারণা। এই বিশ্বকাপের অন্যতম সেরা ব্যাট বলেও তাঁকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন। শামি সম্পর্কে তাঁর বিশ্লেষণ, নিখুঁত লাইন-লেংথের সঙ্গে গতি। শ্রীবত্‌সের চোখে এই ভারতীয় দলের একমাত্র ম্যাচ উইনিং বোলার। সামনে আইপিএল। তার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। চোখ সামনের দিকে।

—নিজস্ব চিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন