শনিবার শ্রীনিবাসনের ঘরোয়া বৈঠক

ওয়ার্কিং কমিটিতে ঠিক হবে বোর্ড নির্বাচনের তারিখ

নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করতে আগামী রবিবার জরুরি ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকল ভারতীয় বোর্ড। যার পর এটাও জানা যাবে, আসন্ন বোর্ড নির্বাচনকে ঘিরে নারায়ণস্বামী শ্রীনিবাসনের প্ল্যান অব অ্যাকশন কী হতে যাচ্ছে। তবে রবিবার নেহাতই পোশাকি বৈঠক। শোনা গেল, নিজের কোর গ্রুপকে নিয়ে তার আগের দিন রাতেই আলাদা একটা বৈঠকে বসছেন শ্রীনি। সেখানে তিনি নাকি বলবেন, সিএসকের সঙ্গে কী ভাবে সম্পর্ক ছেদ করে বোর্ড নির্বাচনে দাঁড়ানোর কথা ভাবছেন। প্রথমে ঠিক ছিল বৃহস্পতিবারই চেন্নাইয়ে নিজের ঘনিষ্ঠদের বৈঠকে ডাকবেন শ্রীনি। কিন্তু বৈঠক পিছিয়ে শনিবার করা হল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৫ ০৩:০৩
Share:

নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করতে আগামী রবিবার জরুরি ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকল ভারতীয় বোর্ড। যার পর এটাও জানা যাবে, আসন্ন বোর্ড নির্বাচনকে ঘিরে নারায়ণস্বামী শ্রীনিবাসনের প্ল্যান অব অ্যাকশন কী হতে যাচ্ছে। তবে রবিবার নেহাতই পোশাকি বৈঠক। শোনা গেল, নিজের কোর গ্রুপকে নিয়ে তার আগের দিন রাতেই আলাদা একটা বৈঠকে বসছেন শ্রীনি। সেখানে তিনি নাকি বলবেন, সিএসকের সঙ্গে কী ভাবে সম্পর্ক ছেদ করে বোর্ড নির্বাচনে দাঁড়ানোর কথা ভাবছেন। প্রথমে ঠিক ছিল বৃহস্পতিবারই চেন্নাইয়ে নিজের ঘনিষ্ঠদের বৈঠকে ডাকবেন শ্রীনি। কিন্তু বৈঠক পিছিয়ে শনিবার করা হল।

Advertisement

যা শোনা যাচ্ছে, তাতে শনিবারের কোর কমিটির বৈঠকে দক্ষিণ এবং পূর্বের সদস্যদের আধিক্যই নাকি দেখা যাবে। এমনিতেই এ বার বোর্ড প্রেসিডেন্ট নির্বাচনে পূর্বাঞ্চলের টার্ম। কিন্তু পরিবর্তিত নিয়ম অনুযায়ী, অন্য কোনও অঞ্চল থেকেও কেউ প্রেসিডেন্ট হতে পারবেন যদি পূর্বাঞ্চলের এক সংস্থা তাঁর নাম প্রস্তাব এবং এক সংস্থা সেকেন্ড করে। শ্রীনি সেই ফর্মূলাতেই বোর্ড সিংহাসনে পুনর্নির্বাচিত হয়ে আসতে চাইছিলেন। কিন্তু সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পর তাঁর ফেরা কাগজ-কলমে প্রায় শেষই হয়ে যায়। যদিও শ্রীনি শিবির তার পরেও বলাবলি করছে, নির্বাচনে দাঁড়াতে সমস্যা হবে না। সব ছক করা আছে। বৈঠকে যা বলা হবে সদস্যদের। পাশাপাশি ঠিক করে ফেলা হবে নির্বাচনের দিনও। কারণ তা ন্যূনতম একুশ দিন আগে ডাকতে হয়। আর দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী, বোর্ড নির্বাচন সম্পন্ন করতে হবে মার্চের প্রথম সপ্তাহে।

এরই মাঝে নির্বাচনে তিনি দাঁড়াতে পারেন বলে শরদ পওয়ার ইঙ্গিত দেওয়ার পর আসন্ন ওয়ার্কিং কমিটির বৈঠক নিয়ে আগ্রহ আরও বেড়েছে। আরও একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। অরুণ জেটলি কোন দিকে ঝুঁকে?

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন