কোথাও বিদ্রুপ, কোথাও হতাশা

বিশ্বের সেরা ফুটবলার তিনি। কিন্তু বিশ্বকাপের একটা ম্যাচের পরই পৃথিবীটা বদলে গিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। দুনিয়া জুড়ে হাজারো বিদ্রুপের তির ছুটে আসছে তাঁর দিকে। আসছে জার্মানি, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এবং নিজের দেশ পর্তুগাল থেকেও। সোমবার জার্মানি-পর্তুগাল ম্যাচ শেষ হওয়ার পরমুহূর্ত থেকেই টুইটারে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে ছড়ানো শুরু হয়েছে একের পর এক জোক। সবচেয়ে জনপ্রিয়টি অনেকটা এ রকম: ইরিনা শায়েক: ঘুম থেকে ওঠো, পাঁচটা হয়ে গেল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ জুন ২০১৪ ০৩:৫৭
Share:

জার্মানির কাগজে রোনাল্ডোকে নিয়ে রসিকতা।

বিশ্বের সেরা ফুটবলার তিনি। কিন্তু বিশ্বকাপের একটা ম্যাচের পরই পৃথিবীটা বদলে গিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। দুনিয়া জুড়ে হাজারো বিদ্রুপের তির ছুটে আসছে তাঁর দিকে। আসছে জার্মানি, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এবং নিজের দেশ পর্তুগাল থেকেও।

Advertisement

সোমবার জার্মানি-পর্তুগাল ম্যাচ শেষ হওয়ার পরমুহূর্ত থেকেই টুইটারে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে ছড়ানো শুরু হয়েছে একের পর এক জোক। সবচেয়ে জনপ্রিয়টি অনেকটা এ রকম:

ইরিনা শায়েক: ঘুম থেকে ওঠো, পাঁচটা হয়ে গেল।

Advertisement

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো: (ধড়মড় করে ঘুম থেকে উঠেই বান্ধবীকে পাল্টা প্রশ্ন) তাই! মুলার আবার গোল দিল?

ইরিনা: (রোনাল্ডোকে আশ্বস্ত করে) না, না মুলারের গোল নয়। ভোর পাঁচটা বাজল।

পতুর্গালের ‘ব্ল্যাক মানডে’-র ধাক্কায় জার্মানির কাছে গত চার বারের সাক্ষাতেই হারল সিআর সেভেনের টিম। সোমবার সালভাদরের বিপর্যয় ২০০৬ বিশ্বকাপ, ২০০৮ ও ২০১২ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ব্যর্থতাকেও ছাপিয়ে গেল কি না সে নিয়ে এখন জোর আলোচনা চলছে সারা পর্তুগাল জুড়ে। সবচেয়ে বেশি সমালোচনার শিকার রোনাল্ডো স্বয়ং। দেশজ মিডিয়াও কটাক্ষ করতে ছাড়েনি। পর্তুগিজ সংবাদপত্র ‘পাবলিকো’য় লেখা হয়েছে, “ওঁর খেলা দেখে মনে হল, রোনাল্ডো যেন নিজেকে লুকিয়ে রেখেছে।” এল মুন্দো দিপোর্তিভোর পর্যবেক্ষণ, “এ রোনাল্ডো নয়, ওঁর ছায়া।”

বিদ্রুপের প্রতিযোগিতায় এগিয়ে যদিও জার্মান মিডিয়া। তারা পর্তুগিজ মহাতারকাকে ‘রো-নিল-ডো’ বলার পাশাপাশি বিদ্রুপে তিরবিদ্ধ করতে বেছে নিয়েছে মাস খানেক আগে রিয়াল মাদ্রিদের হয়ে পেনাল্টিতে গোল করার পর রোনাল্ডোর জার্সি খুলে উৎসবের বিখ্যাত ভঙ্গিকে। রোনাল্ডোর শরীরের উপর জার্মানির কোচ জোয়াকিম লো, ক্যাপ্টেন ফিলিপ লাম ও টমাস মুলারের মাথা লাগিয়ে সিক্স প্যাক দেখানোর কাল্পনিক ছবি ছেপে লেখা হয়েছে, ‘রোনাল্ডো, উইনিং মাসলটা এ বার আমাদের।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement