প্রথম দিনে ব্যাকফুটে ভারত

কোহলি ক্যাপ্টেন্সির চাপ হয়তো টের পাচ্ছে: ওয়ার্নার

তেষট্টিতে পৌঁছেই মাঠের সেই জায়গাটায় ঝঁুকে পড়ে চুমু খেলেন ডেভিড ওয়ার্নার। যেখানে ছ’সপ্তাহ আগেই বলের আঘাতে লুটিয়ে পড়েছিলেন ফিলিপ হিউজ। জীবনের শেষ ইনিংসে মারণ বলের আঘাতে ওই রানেই যে চিরকালীন অপরাজিত থেকে গিয়েছেন হিউজ। সিরিজে নিজের তৃতীয় টেস্ট সেঞ্চুরির চেয়ে যেন ৬৩-তে পৌঁছনোই ওয়ার্নারের কাছে বেশি স্মরণীয় হয়ে উঠল বন্ধু হিউজের চিরবিদায়-ভূমিতে। ভারতের বিরুদ্ধে শেষ টেস্টের প্রথম দিন অস্ট্রেলিয়ার রানের পাহাড় গড়াটাও হিউজের আত্মার শান্তির উদ্দেশ্যেই যে, খেলার শেষে তাও জানিয়ে দিলেন দিনের নায়ক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৫ ০২:২৬
Share:

হটসিটে বসে প্রথম দিনেই ওয়ার্নারের লাফ দেখতে হল বিরাটকে।

তেষট্টিতে পৌঁছেই মাঠের সেই জায়গাটায় ঝঁুকে পড়ে চুমু খেলেন ডেভিড ওয়ার্নার। যেখানে ছ’সপ্তাহ আগেই বলের আঘাতে লুটিয়ে পড়েছিলেন ফিলিপ হিউজ। জীবনের শেষ ইনিংসে মারণ বলের আঘাতে ওই রানেই যে চিরকালীন অপরাজিত থেকে গিয়েছেন হিউজ। সিরিজে নিজের তৃতীয় টেস্ট সেঞ্চুরির চেয়ে যেন ৬৩-তে পৌঁছনোই ওয়ার্নারের কাছে বেশি স্মরণীয় হয়ে উঠল বন্ধু হিউজের চিরবিদায়-ভূমিতে। ভারতের বিরুদ্ধে শেষ টেস্টের প্রথম দিন অস্ট্রেলিয়ার রানের পাহাড় গড়াটাও হিউজের আত্মার শান্তির উদ্দেশ্যেই যে, খেলার শেষে তাও জানিয়ে দিলেন দিনের নায়ক।

Advertisement

ক্রিস রজার্সের সঙ্গে ওপেনিং জুটিতে দুশোর পার্টনারশিপ খেলে ও নিজে ১০১ করে ওয়ার্নার বলছেন, “বন্ধুর জন্য এ রকমই কিছু করার পরিকল্পনা নিয়ে নেমেছিলাম। সকালে মাঠে নামার সময় চোখে জল এসে গিয়েছিল। ওর প্রতি শ্রদ্ধা জানানোর এর চেয়ে ভাল উপায় আর কী হতে পারত? যত বার এখানে নামব, হিউজিকে এ ভাবেই শ্রদ্ধা জানানোর চেষ্টা করব।”

শোকে যে অজিরা ‘পাথর’ হয়ে যেতে পারেন, তা সিডনিতে টের পেল কোহলির ভারত। অস্ট্রেলিয়ার দুর্গ ভেদ করতে সারা দিন কালঘাম ছুটে গেল ভারতীয় বোলারদের। সাড়ে তিনশোর বেশি রানের বিনিময়ে মোটে দু’টো উইকেট! যার পিছনে ভারতের নির্বিষ বোলিং ও ভোঁতা ফিল্ডিংও দায়ী।

Advertisement

গোড়ালির চোটের জন্য প্রথম তিন টেস্টে খেলতে না পারার পর ভুবনেশ্বর কুমারের বোলিংয়ে ধার প্রায় দেখাই গেল না। উমেশ যাদব ওভার পিছু দিলেন ছয় রান। শামি অন্যদের চেয়ে ভাল বল করেও একটার বেশি উইকেট পেলেন না দলের বিশ্রী ফিল্ডিংয়ের জন্য। অশ্বিন লাঞ্চের পর সামান্য সময়টুকু বাদে ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে ব্যর্থ।

ব্যাটিং সহায়ক উইকেট এবং বিপক্ষের বিশ্রী ফিল্ডিং থেকেই যে বড় ইনিংস গড়তে সাহায্য পেয়েছেন, তা স্বীকার করে ওয়ার্নার বলেন, “ওরা সঠিক লাইন ও লেংথে বল ফেলতে পারছিল না। তার উপর কয়েকটা ক্যাচও ফেলল। এ রকম পরিস্থিতিতে কোহলি আশা করি ক্যাপ্টেন্সি করতে কিছুটা চাপ অনুভব করেছে।”

পূজারা ও ধবনকে বাদ দিয়ে রোহিত ও রায়নাকে এগারোয় নেওয়া হয়েছে। আহত ইশান্ত ও অবসর নেওয়া ধোনির বদলে খেলছেন ভুবনেশ্বর ও ঋদ্ধিমান। এই নিয়ে সাংবাদিক সম্মেলনে আসা ভারতীয় দলের বোলিং কোচ ভরত অরুণ বলেন, “দলের ভারসাম্য আনতে এটাই সঠিক কম্পোজিশন।”

অস্ট্রেলিয়া

প্রথম ইনিংস

রজার্স বো শামি ৯৫
ওয়ার্নার ক বিজয় বো অশ্বিন ১০১
ওয়াটসন ব্যাটিং ৬১
স্মিথ ব্যাটিং ৮২
অতিরিক্ত
মোট ৩৪৮-২
পতন: ২০০, ২০৪
বোলিং: ভুবনেশ্বর ২০-২-৬৭-০, উমেশ ১৬-১-৯৭-০,
শামি ১৬-২-৫৮-১, অশ্বিন ২৮-৫-৮৮-১, রায়না ১০-২-৩৫-০।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন