কলকাতার কোচিং টিমের সদস্য হওয়ার প্রস্তাব পেলেন ব্যারেটো

আটলেটিকো মাদ্রিদ কর্তাদের সামনে পরীক্ষায় বসতে চলেছেন হোসে রামিরেজ ব্যারেটো! ইন্ডিয়ান সুপার লিগে কলকাতা কোচিং টিমের সদস্য হওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে তাঁকে। আজ মঙ্গলবার সকালে আটলেটিকো মাদ্রিদের আট জনের যে দল মাদ্রিদ থেকে শহরে আসছে তাদের সামনে ইন্টারভিউ দেওয়ার জন্য ডাকা হয়েছে ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে। যিনি সদ্য অবসর নিয়েছেন ফুটবলার হিসাবে।

Advertisement

রতন চক্রবর্তী

কলকাতা শেষ আপডেট: ০৬ মে ২০১৪ ০৩:১৫
Share:

আটলেটিকো মাদ্রিদ কর্তাদের সামনে পরীক্ষায় বসতে চলেছেন হোসে রামিরেজ ব্যারেটো!

Advertisement

ইন্ডিয়ান সুপার লিগে কলকাতা কোচিং টিমের সদস্য হওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে তাঁকে।

আজ মঙ্গলবার সকালে আটলেটিকো মাদ্রিদের আট জনের যে দল মাদ্রিদ থেকে শহরে আসছে তাদের সামনে ইন্টারভিউ দেওয়ার জন্য ডাকা হয়েছে ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে। যিনি সদ্য অবসর নিয়েছেন ফুটবলার হিসাবে। এ দেশের সবচেয়ে ধারাবাহিক ফুটবলার হিসাবে পরিচিত সবুজ তোতা যদি আটলেটিকো টিমের মালিক মিগেল অ্যাঞ্জেল গিল-সহ অন্য কর্তাদের খুশি করতে পারেন তা হলে তাঁকেই কোচিং টিমের সদস্য করা হতে পারে বলে খবর।

Advertisement

ব্যারেটো এ দিন ওকোরি চিমার সঙ্গে মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনী প্রচারে ব্যস্ত ছিলেন। তাই তাঁকে রাত পর্যন্ত ফোনে ধরা যায়নি। ট্রেভর মর্গ্যান, আর্মান্দো কোলাসো, সুব্রত ভট্টাচার্য-সহ বেশ কয়েক জন কোচের নাম নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছিলেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়। এঁদের বাদ দিয়ে ব্যারেটোকে ইন্টারভিউতে ডাকাটা বেশ চমকপ্রদ ব্যাপার। প্রাথমিক ভাবে ঠিক আছে আটলেটিকো কর্তাদের কাছে কলকাতার পক্ষ থেকে একজন চিফ কোচ চাওয়া হবে। তারা রাজি হলে ব্যারেটো হবেন তাঁর সহকারী।

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠা আটলেটিকো কর্তাদের সঙ্গে মউ স্বাক্ষরিত হলেও এখনও কোনও পূর্ণাঙ্গ চুক্তি হয়নি। ফলে স্পেনের দলটি কী ভাবে কলকাতা-কে সাহায্য করবে তা নিয়ে কোনও ধারণা নেই টিম পার্টনারদের। কলকাতা টিমের অন্যতম অংশীদার শিল্পপতি হর্ষবর্ধন নেওটিয়া সোমবার বললেন, “চুক্তিতে অনেক কিছু ঢোকাতে হবে। সংগঠক আইএমজিআর-ই তো অনেক কিছু জানায়নি এখনও। ফলে অনেক বিষয়ই আমাদের জানা নেই। আটলেটিকো কর্তাদের সঙ্গে আমি মউ সই করে এসেছিলাম। চুক্তি হবে কাল আলোচনার পর। প্রথামিক ভাবে ওরা বলেছিল, কোচ, ফুটবলার ও পরিকাঠামোগত সাহায্য দেবে। দেখা যাক কী হয়।” জার্সির রং লাল-সাদা হবে কি না তা নিয়ে আরও আলোচনা করতে চান কলকাতার টিম মালিকরা।

এখনও পযর্ন্ত ঠিক আছে আজ সকালে সাড়ে আটটায় শহরে পা দিয়ে আটলেটিকো কর্তারা সোজা চলে যাবেন যুবভারতীতে। যেখানে কলকাতার হোম ম্যাচগুলো হওয়ার কথা। সল্টলেক স্টেডিয়াম ঘুরে দেখবেন তাঁরা। এর পরই সৌরভ গঙ্গোপাধ্যায়-সহ কলকাতা টিমের অন্য অংশীদারদের সঙ্গে বাইপাসের ধারের একটি হোটেলে আলোচনায় বসবেন আটলেটিকো কর্তারা। তবে সবাই আলোচনায় থাকবেন না। মাদ্রিদ থেকে আসা দু’জন যাবেন বারাসতে। টিমের অনুশীলন এবং অ্যাকাডেমির জন্য ওই স্টেডিয়ামটি পছন্দ করেছেন কলকাতার টিমের কর্তারা। সেখানে আইএফএ-র অ্যাকাডেমি চলে। ফলে পরিকাঠামো ভাল। আটলেটিকো কর্তাদের আজ বিকেলে মাদার হাউস, ভিক্টোরিয়া মেমোরিয়ালে যাওয়ার কথা।

এশিয়াডে সুনীল: এশিয়ান গেমসের জন্য পাঁচ সিনিয়র ফুটবলারকে বেছে নিলেন জাতীয় কোচ উইম কোভারম্যান্স। বাকি ফুটবলাররা হলেন, ফ্রান্সিস ফার্নান্ডেজ, রবিন সিংহ, বলবন্ত সিংহ ও ভিক্টোরিনো ফার্নান্ডেজ। ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর দক্ষিণ কোরিয়ার ইঞ্চিয়নে এশিয়ান গেমসের আসর বসবে। এশিয়ান গেমসের নিয়ম অনুযায়ী এই পাঁচ সিনিয়র প্লেয়ারের মধ্যে ৩ জনের বেশি টিমে থাকতে পারবেন না। দলের বাকি সদস্যদের অনূর্ধ্ব-২৩ ফুটবলার হতে হবে।

ময়দান বলছে

খান থেকে কোনও ফুটবলার নিশ্চয়ই আটলেটিকোতে খেলতে যাবে না। আটলেটিকো মাদ্রিদ এখান থেকে সমর্থক, ক্লাবের বিপণন বাড়াবে। আর আমাদের লাভ, কয়েক জন বিশ্বমানের ফুটবলারকে খেলতে দেখা এবং কর্পোরেট জগতের ফুটবলের প্রতি আগ্রহ তৈরি হওয়া।
—সুব্রত ভট্টাচার্য

আইএসএলে আটলেটিকো মাদ্রিদকে এনে সৌরভ এগোনোর চেষ্টা করছে। দেখা যাক না কী হয়। আমি কিন্তু ভাল কিছু হওয়ার জন্য আশাবাদী।
—ভাস্কর গঙ্গোপাধ্যায়

সৌরভকে অভিনন্দন আইএসএল-এ আটলেটিকো মাদ্রিদের কলকাতায় আসার জন্য। এই স্প্যানিশ ক্লাব আইএসএল-এ আসায় ভারতীয় ফুটবলের কী লাভ বা ক্ষতি হবে তা বলতে পারব না। তার জন্য এআইএফএফ রয়েছে। ভারতীয় ফুটবলের ভাল হলে তো আমাদের সকলেরই ভাল।
—সৃঞ্জয় বসু (মোহনবাগান)

মাত্র দু’দিনের জন্য আটলেটিকো কর্তাদের আগমনে হয়তো আমাদের কোনও লাভ নেই। ওরা যদি ভবিষ্যতে কলকাতার তিন প্রধানের পরিকাঠামো ব্যবহার করে তখন আধুনিক ও বিজ্ঞানসম্মত ট্রেনিং ও ফুটবল বিপণন নিয়ে অনেক কিছুই শেখার আছে।
—শান্তিরঞ্জন দাশগুপ্ত (ইস্টবেঙ্গল)

অনেক কিছুই শেখার আছে। কিন্তু কতটা? আই লিগ থাকবে তো? ফুটবলের প্রসারে নাচা-গানা হয়ে তিন প্রধানের ঐতিহ্য হারিয়ে যাবে না তো?
—ইশতিয়াক আহমেদ (মহমেডান)

কী উন্নতি হবে আমি জানি না। কিন্তু ফুটবলের আকর্ষণ এবং বিপণন বাড়বে।
—নবাব ভট্টাচার্য (ইউনাইটেড স্পোর্টস)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন