আর বাকি ১৮: সুস্থ হওয়ার আশায় সুয়ারেজ

ঘাতক ডিফেন্ডারকে খুনের হুমকি উরুগুয়ে সমর্থকদের

বিশ্বকাপে ইংল্যান্ডের পরিত্রাতা হয়ে দেখা দিলেন কি এক ব্রিটিশ ফুটবলার? ইংল্যান্ড সমর্থকেরা সে রকমই আশা করছেন। আর উরুগুয়ের সমর্থকেরা রীতিমতো খুনের হুমকি দিচ্ছেন ওই ফুটবলারকে। ইংল্যান্ড বনাম উরুগুয়ে ম্যাচের আগে যাবতীয় নাটকের কেন্দ্রে দুই চরিত্র। উরুগুয়ের লুইস সুয়ারেজ ইপিএলের সেরা প্লেয়ার, ডিফেন্ডারদের ত্রাস। যিনি এখন সুস্থ হয়ে মাঠে নামার লড়াই লড়ছেন। দ্বিতীয় জন পওল ডুমেট ওয়েলসের যে ডিফেন্ডারের ঘাতক ট্যাকলে বিশ্বকাপ ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছে উরুগুয়ের সেরা ফুটবলারের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ মে ২০১৪ ০৩:২৮
Share:

সেই বিষাক্ত ট্যাকল

বিশ্বকাপে ইংল্যান্ডের পরিত্রাতা হয়ে দেখা দিলেন কি এক ব্রিটিশ ফুটবলার?

Advertisement

ইংল্যান্ড সমর্থকেরা সে রকমই আশা করছেন। আর উরুগুয়ের সমর্থকেরা রীতিমতো খুনের হুমকি দিচ্ছেন ওই ফুটবলারকে।

ইংল্যান্ড বনাম উরুগুয়ে ম্যাচের আগে যাবতীয় নাটকের কেন্দ্রে দুই চরিত্র। উরুগুয়ের লুইস সুয়ারেজ ইপিএলের সেরা প্লেয়ার, ডিফেন্ডারদের ত্রাস। যিনি এখন সুস্থ হয়ে মাঠে নামার লড়াই লড়ছেন। দ্বিতীয় জন পওল ডুমেট ওয়েলসের যে ডিফেন্ডারের ঘাতক ট্যাকলে বিশ্বকাপ ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছে উরুগুয়ের সেরা ফুটবলারের।

Advertisement

ইপিএলের শেষ দিকে লিভারপুল বনাম নিউক্যাসল ইউনাইটেডের ম্যাচে চোট পান সুয়ারেজ। নিউক্যাসলের ডিফেন্ডারকে লাল কার্ডও দেখান রেফারি। কিন্তু তাতে রাগ যাচ্ছে না উরুগুয়ের সমর্থকদের। গত কয়েক দিনে ডুমেটের টুইটার অ্যাকাউন্ড ভরে উঠেছে উরুগুয়ের জঙ্গি সমর্থকদের হুমকিতে। কেউ কেউ লিখছেন, “উরুগুয়েতে আসলে তোমায় মেরে ফেলব।” আবার কারও কারও পোস্ট- “ডুমেট তোমার নাম একটা বন্দুকের গুলিতে লেখা আছে।”

এ সব জেনেই কি না কে জানে, ডুমেট এখন অনুশোচনায় ডুবে। উরুগুয়ে সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে ডুমেট বলেন, “আমি ভগবানের কাছে প্রার্থনা করছি সুয়ারেজ তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক আর বিশ্বকাপে খেলুক। আমি বলটা নিতে গিয়েছিলাম। ভুলবশত সুয়ারেজকে ট্যাকল করে ফেলি।” সুয়ারেজের মতোই আবার এই মেনিস্কাস চোট নিয়ে তিন মাস আগে ভুক্তভুগি ডুমেট নিজেও। যিনি বলেন, “মেনিস্কাস চোট নিয়ে আমি তিন মাস খেলতে পারিনি। তা বলে এই নয় সুয়ারেজেরও অত সময় লাগবে। সব কিছু নির্ভর করে হাটুর কোথায় লেগেছে চোটটা তার উপরে।” উরুগুয়ে দলের ডাক্তাররা অবশ্য জানিয়েছেন যে বিশ্বকাপে মাঠে নামতে পারবেন ‘এল পিস্তোলেরো’। শোনা যাচ্ছে, বৃহস্পতিবার অস্ত্রোপচারের পর আরও ২০ দিনের আগে ফুটবল নিয়ে অনুশীলন করতে পারবেন না সুয়ারেজ। কিন্তু তার পরেও কোনও নিশ্চয়তা নেই যে পুরোপুরি ফিট হবেন সুয়ারেজ। তবে শোনা যাচ্ছে, সুয়ারেজকে নিয়ে ধৈর্য্য ধরতে রাজি আছেন উরুগুয়ে কোচ অস্কার তাবারেজ। যিনি স্ট্রাইকারকে চূড়ান্ত ২৩ জনের দলেও রাখতে চলেছেন। পাশাপাশি আবার উরুগুয়ে সমর্থকদের আশ্বস্ত করে সুয়ারেজ বলছেন, “কথা দিলাম ফিট হয়ে উঠব। দলের জন্য লড়াইয়ও করব।”

এক দিকে উরুগুয়ের জন্য যখন সুয়ারেজের চোট সর্বনাশ, পাশাপাশি ইংল্যান্ড দলের জন্য তা পৌষ মাস। ব্রিটিশ দৈনিকগুলোর মতে সুয়ারেজের চোটের ধাক্কায় কিছুটা বেসামাল হবে উরুগুয়ে। যেটা গ্রুপের বাধা টপকাতে সাহায্য করবে ইংল্যান্ডকে। ব্রিটিশ সমর্থকদের এখন একটাই প্রার্থনা, ইপিএলের নায়ক যেন ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে রিজার্ভ বেঞ্চেই থাকেন।

সবিস্তার দেখতে ক্লিক করুন...

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন