রেফারিকে মারার চেষ্টা সহকারী কোচের

ঘরের মাঠে ৭৭ ম্যাচ পর হার মোরিনহোর

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম পর্ব খেলতে নামার তিন দিন আগে ঘরের মাঠেই হারতে হল চেলসিকে। শনিবার প্রিমিয়ার লিগে অপ্রত্যাশিত ভাবে সান্ডারল্যান্ডের কাছে ১-২ হারল হোসে মোরিনহোর দল। প্রিমিয়ার লিগ খেতাব জয়ের দৌড় থেকে ছিটকে যাওয়া ছাড়াও শেষ হয়ে গেল স্ট্যামফোর্ড ব্রিজে মোরিনহোর ৭৭ ম্যাচ অপরাজিত থাকার ঐতিহাসিক রেকর্ডও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৪ ০৩:৫১
Share:

ফারিয়াকে আটকানোর চেষ্টায় মোরিনহো। ছবি রয়টার্স

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম পর্ব খেলতে নামার তিন দিন আগে ঘরের মাঠেই হারতে হল চেলসিকে। শনিবার প্রিমিয়ার লিগে অপ্রত্যাশিত ভাবে সান্ডারল্যান্ডের কাছে ১-২ হারল হোসে মোরিনহোর দল। প্রিমিয়ার লিগ খেতাব জয়ের দৌড় থেকে ছিটকে যাওয়া ছাড়াও শেষ হয়ে গেল স্ট্যামফোর্ড ব্রিজে মোরিনহোর ৭৭ ম্যাচ অপরাজিত থাকার ঐতিহাসিক রেকর্ডও।

Advertisement

ম্যাচের শুরুতেই স্যামুয়েল এটোর গোলে ১-০ এগোয় চেলসি। যার কিছুক্ষণ পরেই কনর উইকহ্যাম সমতা ফেরান সান্ডারল্যান্ডের হয়ে। দ্বিতীয়ার্ধে আবার পেনাল্টি থেকে গোল করে সান্ডারল্যান্ডের জন্য জয় নিশ্চিত করেন ফাবিও বোরিনি। যার পরেই ম্যাচে ছড়িয়ে পড়ে বিতর্কের রেশ। রেফারি মাইক ডিনের সঙ্গে বাগ্যুুদ্ধে জড়িয়ে পড়েন মোরিনহো। এমনকী ঝামেলা উগ্র চেহারা নেয় যখন চেলসি কোচিং স্টাফের সদস্য, সহকারী কোচ রুই ফারিয়া মারতে যান রেফারিকে। কোনওমতে তাঁকে শান্ত করতে মধ্যস্থতা করতে হয় মোরিনহোকে। যে ঘটনার পরেই ড্রেসিং রুমে পাঠিয়ে দেওয়া হয় ফারিয়াকে। শুধু মাত্র মোরিনহো নয়। বিতর্কে জড়িয়েছেন চেলসির মাঝমাঠ তারকা র্যামিরেজও। প্রথমার্ধে সান্ডারল্যান্ডের সেবাস্তিয়ান লারসনকে থাপ্পর মেরেও রেফারির লাল কার্ডের হাত থেকে বাঁচেন র্যামিরেজ। কিন্তু তদন্তের জন্য এফএ ম্যাচের ভিডিও দেখার অনুরোধ করে। যার পরেই ধরা পরে যে র্যামিরেজ ইচ্ছাকৃত গায়ে হাত তুলেছেন লারসনের। চেলসির ব্রাজিলীয় তারকা তিন প্রিমিয়ার লিগ ম্যাচে সাসপেন্ড হতে পারেন। ম্যাচ হারের পরে রেফারিকে ব্যঙ্গ করে মোরিনহো বলেন, “দুর্দান্ত পারফরম্যান্স ছিল রেফারি মাইক ডিনের। ও আজ একটা লক্ষ্য নিয়ে এসেছিল যে ম্যাচটা ভাল করে খেলাতে হবে। আর সেই লক্ষ্য পূর্ণ করেছে। অসাধারণ ডিন।” খেতাব জয়ের থেকে ছিটকে গেলেও ফুটবলারদের বাহবা জানিয়ে মোরিনহো বলেন, “হারলেও ফুটবলাররা দারুণ খেলেছে। মাঝে মাঝে হারলেও ফুটবলারদের প্রশংসা করতে হয়।”

এ দিন আবার নরউইচ সিটিকে ৩-২ হারিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষস্থানে রইল লিভারপুল। গোল করেন সুয়ারেজ ও স্টার্লিং(২)।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন