চিনকে হারাল ভারত

ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশিপে পুরুষদের বিভাগে চিনকে ৩-২ হারিয়ে দিল ভারত। এ দিন হায়দরাবাদের গাচ্চিবোলি ইন্ডোর স্টেডিয়ামে নিজেদের সিঙ্গলস ম্যাচ জিতলেন কিদাম্বি শ্রীকান্ত, অজয় জয়রাম এবং এইচএস প্রণয়। তবে পাঁচ ম্যাচের টাইয়ে ডাবলসের দুটো ম্যাচই হেরে গেল ভারত।

Advertisement
শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০৩:১৮
Share:

ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশিপে পুরুষদের বিভাগে চিনকে ৩-২ হারিয়ে দিল ভারত। এ দিন হায়দরাবাদের গাচ্চিবোলি ইন্ডোর স্টেডিয়ামে নিজেদের সিঙ্গলস ম্যাচ জিতলেন কিদাম্বি শ্রীকান্ত, অজয় জয়রাম এবং এইচএস প্রণয়। তবে পাঁচ ম্যাচের টাইয়ে ডাবলসের দুটো ম্যাচই হেরে গেল ভারত। ভারতের পুরুষ এবং মহিলা টিম এর মধ্যেই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছে। ব্যাডমিন্টন বিশ্বের প্রবল প্রতিপক্ষ চিনকে হারানোয় উচ্ছ্বসিত মুখ্য জাতীয় কোচ পুলেল্লা গোপীচন্দ। ‘‘পুরুষদের টিম চিনকে হারানোয় আমি প্রচণ্ড খুশি। আমি নিশ্চিত টিম দেশের হয়ে এই ছন্দটা ধরে রাখবে,’’ বলেছেন তিনি। ভারত অধিনায়ক শ্রীকান্তের কথায়, ‘‘ল়ড়ে জিতেছি আমরা। টিমের সবাই ভাল খেলেছে বলে আমি খুব খুশি। আশা করছি পরের ম্যাচগুলোও জিততে পারব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement