মেহতাবদের পেপ টক সচিনের

চাপ নিও না, উপভোগ করো

অপেক্ষা ছিল কবে তিনি আসবেন। সোমবার তিনি এলেন এবং তাঁর সঙ্গে মিনিট পনেরোর ‘টিম সেশনে’ রীতিমতো উদ্দীপ্ত কেরল ব্লাস্টাসের্র ফুটবলাররা। মিনিট পনেরোর গোপন বৈঠকে ফুটবলারদের কী বলে গেলেন সচিন তেন্ডুলকর? এ দিন সচিন হোটেলে পৌঁছে গিয়েছিলেন সকাল দশটা নাগাদ। দুপুর বারোটা নাগাদ চলে আসেন মেহতাব, সাবিথ, ডেভিড জেমসরা। কোচিতে ফোন করে জানা গেল, তাঁদের সঙ্গে প্রথম বার দেখা করার পর ফুটবলারদের আলাদা করে পেপ টক দেন সচিন। বলেন, “চাপ নেওয়ার কিছু নেই। আইএসএল প্রথম বার হচ্ছে। আশা করব তোমরা ভাল খেলবে। ভাল খেললে সবাই মনে রাখবে। আমি চাই তোমরা খেলাটাকে উপভোগ করো।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৪ ০৩:০৬
Share:

টিম কেরল। ছবি: পিটিআই

অপেক্ষা ছিল কবে তিনি আসবেন। সোমবার তিনি এলেন এবং তাঁর সঙ্গে মিনিট পনেরোর ‘টিম সেশনে’ রীতিমতো উদ্দীপ্ত কেরল ব্লাস্টাসের্র ফুটবলাররা।

Advertisement

মিনিট পনেরোর গোপন বৈঠকে ফুটবলারদের কী বলে গেলেন সচিন তেন্ডুলকর?

এ দিন সচিন হোটেলে পৌঁছে গিয়েছিলেন সকাল দশটা নাগাদ। দুপুর বারোটা নাগাদ চলে আসেন মেহতাব, সাবিথ, ডেভিড জেমসরা। কোচিতে ফোন করে জানা গেল, তাঁদের সঙ্গে প্রথম বার দেখা করার পর ফুটবলারদের আলাদা করে পেপ টক দেন সচিন। বলেন, “চাপ নেওয়ার কিছু নেই। আইএসএল প্রথম বার হচ্ছে। আশা করব তোমরা ভাল খেলবে। ভাল খেললে সবাই মনে রাখবে। আমি চাই তোমরা খেলাটাকে উপভোগ করো।”

Advertisement

সচিনকে কাছে পেয়ে রীতিমতো আপ্লুত ফুটবলাররা একে একে ছবি তুলতে থাকেন কিংবদন্তির সঙ্গে। এর পর সরকারি ভাবে জার্সি প্রকাশ হল কেরলের। যা দেখিয়ে অন্যতম টিম মালিক সচিন বলেন, “আমাদের জার্সি দৃঢ়তা আর আস্থার প্রতীক। আমি খুব খুশি আমাদের দলে দেশের সব জায়গা থেকে আসা ফুটবলার আছে। ড্রেসিংরুমে সব সময় ভাল আবহাওয়া বজায় রাখতে হবে।”

ফুটবলের উন্মাদনা ছড়িয়ে দেওয়া ছাড়াও সচিনের আর এক লক্ষ্য, তরুণ তারকা তুলে আনা। ভারতীয় ফুটবলের ভবিষ্যত্‌ গড়ে তুলতে সাহায্য করা। যে প্রসঙ্গে সচিন বলেন, “এক জন স্থানীয় তরুণ ফুটবলার খুজে পেয়েছি। যার নাম দিলীপ মেনন। এ বার থেকে ও আমাদের দলের সঙ্গে ট্রেনিং করবে।”

মাস্টার ব্লাস্টারের দেওয়া টোটকা আসন্ন আইএসএলে আরও আত্মবিশ্বাস জোগাবে কেরল ব্লাস্টার্সকে, সেই কথাই বিশ্বাস করছেন দলের কোচ ট্রেভর জেমস মর্গ্যান। এ দিন কোচি থেকে ফোনে কেরল কোচ বললেন, “ফুটবলাররা সবাই খুশি সচিনকে দেখে। সবাই দেখলাম ওর সঙ্গে কথা বলে আলাদা আত্মবিশ্বাস পেয়েছে। আশা করছি ওর পেপ টক দলকে সাহায্য করবে আগামী দিনগুলোয়।”

পুণে অনুশীলনে ডুডু-ত্রেজেগুয়ে

পুণের মাঠে প্রথম বার ডেভিড ত্রেজেগুয়ের সঙ্গে অনুশীলন করলেন ডুডু। এফসি পুণে সিটির জার্সিতে। এ দিন এফসি পুণে সিটিতে সরকারি আত্মপ্রকাশ হয় ডুডুর। অনুশীলনের পরে নাইজিরীয় স্ট্রাইকার বলেন, “এখানে ট্রেনিং পদ্ধতি আলাদা। কিন্তু মানিয়ে নেওয়ার চেষ্টা করব। পুণের ফুটবলার হতে পেরে খুব ভাল লাগছে।” ডুডু প্রসঙ্গে দলের কোচ ফ্র্যাঙ্কো কলম্বো বলেন, “ডুডু খুব ভাল স্ট্রাইকার। ও খুব দ্রুত গতির ফুটবলার। ভাল ফর্মেও আছে। কলকাতা প্রিমিয়ার লিগে ও খুব ভাল খেলেছিল।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement