ছাঁটাই হয়ে যাওয়া ডেনসন ফিরলেন মোহনবাগানে

এবছরই ছাঁটাই হয়ে যাওয়া ডেনসন দেবদাস ফের ফিরলেন মোহনবাগানে। নতুন কোচের সৌজন্যে। কোচ চেয়েছিলেন স্টপার সমস্যা মেটাতে কেরল ব্লাস্টার্সের সন্দেশকে নিতে। কিন্তু প্রথমে রাজি হয়েও ফুটবলারটি পিছিয়ে গিয়েছেন। শেষ পর্যন্ত আইএসএলে দিল্লি ডায়নামোসের হয়ে ‘ভাল খেলা’ আনোয়ার আলিকে নেওয়ার কথা ভাবছে মোহনবাগান। তাঁর সঙ্গে কথাবার্তা অনেকদূর এগিয়েছে বলে খবর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৪ ০৩:২৭
Share:

এবছরই ছাঁটাই হয়ে যাওয়া ডেনসন দেবদাস ফের ফিরলেন মোহনবাগানে। নতুন কোচের সৌজন্যে।

Advertisement

কোচ চেয়েছিলেন স্টপার সমস্যা মেটাতে কেরল ব্লাস্টার্সের সন্দেশকে নিতে। কিন্তু প্রথমে রাজি হয়েও ফুটবলারটি পিছিয়ে গিয়েছেন। শেষ পর্যন্ত আইএসএলে দিল্লি ডায়নামোসের হয়ে ‘ভাল খেলা’ আনোয়ার আলিকে নেওয়ার কথা ভাবছে মোহনবাগান। তাঁর সঙ্গে কথাবার্তা অনেকদূর এগিয়েছে বলে খবর।

গোয়ায় ফেড কাপ শুরু হতে আর পাঁচদিন বাকি। দুপুরে না রাতে কখন হবে ম্যাচ তা এখনও ক্লাবগুলিকে জানাতে পারেনি ফেডারেশন। মোহন-কোচ সঞ্জয় সেন দুপুরে খেলা হবে ধরে নিয়েই ওই সময় অনুশীলন করাচ্ছেন নিয়মিত। স্টপারে বেলো রাজ্জাকের সঙ্গে কাকে খেলাবেন এখনও ঠিক করেননি। ভেবে রেখেছেন অনুপম সরকারের নাম। বাকি পজিসনে কারা খেলবেন ঠিক করে ফেলেছেন তিনি। বলবন্ত সিংহকে সামনে রেখে পিয়ের বোয়াকে একটু পিছন থেকে খেলানোর ভাবনা রয়েছে মোহন-কোচের মাথায়। সনি নর্ডি যে পজিসনে খেলতে পছন্দ করেন, বাংলাদেশের ক্লাবের হয়ে আইএফএ শিল্ডে খেলে চমকে দিয়েছিলেন সেই লেফট উইং থেকেই ব্যবহার করা হবে হাইতি স্টাইকারকে। মোহন-কোচ বললেন, “প্রথম ম্যাচই বেঙ্গালুরুর সঙ্গে। গতবারের আই লিগ চ্যাম্পিয়ন। শক্তিশালী দল। তবে এ বার যে-হেতু পাঁচ দলের গ্রুপ থেকে দু’টো দল শেষ চারে যাবে সেটা একটা বড় সুবিধা।” বোঝাই যায়, গ্রুপ লিগের চার ম্যাচ খেলার সুযোগের ব্যাপারটা মোহন-কোচকে কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে। গতবার তিন দলের গ্রুপে কোনও ম্যাচ না হেরে বিদায় নিয়েছিল তাঁর দল মহমেডান। সঞ্জয় বললেন, “এ বার গ্রুপ থেকে দু’টো দল যাবে। ফলে একটা ম্যাচে সমস্যা হলে পরের ম্যাচে সুযোগ থাকবে।” মোহনবাবাগানের সঙ্গে গ্রুপে বেঙ্গালুরু ছাড়াও পুণে, সালগাওকর, শিলং লাজং রয়েছে।

Advertisement

সুভাষ ভৌমিককে সরিয়ে তাঁকে কোচ করার পর বেশ কিছুদিন দলকে গুছিয়ে নেওয়ার সুযোগ পেয়েছেন সঞ্জয়। আইএসএলের ফুটবলাররাও আসতে শুরু করেছেন। এ দিন দলের সঙ্গে যোগ দিলেন কিংশুক দেবনাথ ছাড়াও ডেনসন দেবদাস। মোহন-কোচ বললেন, “আইএসএল থেকে ফেরা ফুটবলাররা সুস্থ। প্রেত্যেকেই ফিট। অনেকদিন ক্লাবে ট্রফি নেই। সবাই মিলে একটা ট্রফি জয়ের চেষ্টা করতে হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন