ইউরোয় লেভানডস্কির রেকর্ড

জার্মানি, পোল্যান্ডের ছাড়পত্র, বিপদে ডাচরা

দাপট ছিল না। তবে জর্জিয়াকে ঘরের মাঠে ২-১ হারিয়ে ২০১৬ ইউরোর ছাড়পত্র পেল বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। পেল রবার্ট লেভানডস্কির পোল্যান্ডও। আয়ারল্যান্ড প্রজাতন্ত্রকে ২-১ হারিয়ে। যে ম্যাচে আবার দলের দু’নম্বর গোল করার সঙ্গে ইউরো কোয়ালিফায়ারে রেকর্ডও করলেন বায়ার্ন মিউনিখ তারকা। পাশাপাশি আশঙ্কাও থাকছে। ৩১ বছরে প্রথম বার ইউরোর যোগ্যতা অর্জনের দৌড় থেকে ছিটকে যাওয়ার মুখে ২০১০ বিশ্বকাপ রানার্স নেদারল্যান্ডস।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০১৫ ০৩:২০
Share:

সাফল্যের তৃপ্তি। পোল্যান্ডকে ইউরোয় তুলে লেভানডস্কি। ছবি: এএফপি

দাপট ছিল না। তবে জর্জিয়াকে ঘরের মাঠে ২-১ হারিয়ে ২০১৬ ইউরোর ছাড়পত্র পেল বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। পেল রবার্ট লেভানডস্কির পোল্যান্ডও। আয়ারল্যান্ড প্রজাতন্ত্রকে ২-১ হারিয়ে। যে ম্যাচে আবার দলের দু’নম্বর গোল করার সঙ্গে ইউরো কোয়ালিফায়ারে রেকর্ডও করলেন বায়ার্ন মিউনিখ তারকা। পাশাপাশি আশঙ্কাও থাকছে। ৩১ বছরে প্রথম বার ইউরোর যোগ্যতা অর্জনের দৌড় থেকে ছিটকে যাওয়ার মুখে ২০১০ বিশ্বকাপ রানার্স নেদারল্যান্ডস।
গ্রুপের প্রথম দুইয়ে শেষ করতে লিপজিগে সোমবার জর্জিয়ার বিরুদ্ধে এক পয়েন্ট প্রয়োজন ছিল জার্মানির। টমাস মুলার পেনাল্টি থেকে দ্বিতীয়ার্ধে গোল করে সে দিকেই এগিয়ে দিয়েছিলেন দলকে। কিন্তু প্রায় সঙ্গে সঙ্গেই জাবা কানকাভা সমতায় ফেরান জর্জিয়াকে। শেষ পর্যন্ত ম্যাক্স ক্রুজ ৭৯ মিনিটে জার্মানির জয় নিশ্চিত করেন। বৃহস্পতিবার ডাবলিনে আয়ারল্যান্ডের কাছে হারের পরেও জার্মানরা যে জয়ে গ্রুপ ‘ডি’র শীর্ষে এখন। মুলারদের ১০ ম্যাচে পয়েন্ট ২২।
ওয়ারশতেও পোল্যান্ড ১৩ মিনিটে এগিয়ে গিয়েছিল। আয়ারল্যান্ড তিন মিনিটের মধ্যে যা শোধ করে দেয়। দলকে জেতানোর কাজটা এ বারও সারেন সেই লেভান়ডস্কি। প্রথমার্ধের গোলে। ঘটনাচক্রে দলকে জিতিয়ে নর্দার্ন আয়ারল্যান্ডের স্ট্রাইকার ডেভিড হিলির ইউরো কোয়ালিফায়ারে ১৩ গোলের রেকর্ড স্পর্শ করলেন লেভানডস্কি। যা ক্লাব ও দেশ মিলিয়ে গত ছ’ম্যাচে তাঁর ১৫ নম্বর গোল।
এর আগে আলবেনিয়া ৩-০ আর্মেনিয়াকে হারিয়ে প্রথম কোনও আন্তর্জাতিক টুর্নামেন্টের মূলপর্বে যোগ্যতা অর্জন করল। ফারো আইল্যান্ডকে ৩-০ হারিয়ে মূলপর্বের ছাড়পত্র পেল রোমানিয়াও। পর্তুগাল ২-০ হারাল সার্বিয়াকে।
মঙ্গলবার নেদারল্যান্ডস মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্রের। এখন ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপে চার নম্বরে ডাচরা। তিন নম্বরে থাকা তুরস্কের থেকে দু’পয়েন্টে পিছিয়ে। মূলপর্বের আশা জিইয়ে রাখতে হলে চেক প্রজাতন্ত্রকে হারাতেই হবে ডাচদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন