জোড়া গোলে শীর্ষে সুনীল

আই লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় জোসিমার এবং ডারেল ডাফিকে (দু’জনেরই ১০ গোল) টপকে শীর্ষে চলে গেলেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী (১২)। গত ম্যাচে রাংদাজিদের কাছে অপ্রত্যাশিত ২-৩ গোলে হারের পরে শনিবার ঘরের মাঠে চার্চিল ব্রাদার্সকে ৩-০ হারিয়ে দিল সুনীলের দল বেঙ্গালুরু এফসি। জোড়া গোল অধিনায়ক সুনীল ছেত্রীর। একটি রবিন সিংহের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৪ ০২:২৩
Share:

আই লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় জোসিমার এবং ডারেল ডাফিকে (দু’জনেরই ১০ গোল) টপকে শীর্ষে চলে গেলেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী (১২)। গত ম্যাচে রাংদাজিদের কাছে অপ্রত্যাশিত ২-৩ গোলে হারের পরে শনিবার ঘরের মাঠে চার্চিল ব্রাদার্সকে ৩-০ হারিয়ে দিল সুনীলের দল বেঙ্গালুরু এফসি। জোড়া গোল অধিনায়ক সুনীল ছেত্রীর। একটি রবিন সিংহের।

Advertisement

বেঙ্গালুরু জিতে লিগ শীর্ষে থাকার ব্যাপারে অনেকখানি এগিয়ে গেলেও আই লিগ চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকা স্পোর্টিং ক্লুব দ্য গোয়া এবং পুণে এফ সি কিন্তু এ দিন ধাক্কা খেল। হারল স্পোর্টিং। শেষ মুহূর্তে গোল করে হার বাঁচাল পুণে। গত সপ্তাহে মহমেডানের কাছে ১-৩ হারার পরে এ দিন গোয়ায় ডেম্পোর কাছে ০-৪ গোলে হারল স্পোর্টিং। সবচেয়ে তাৎপর্যপূর্ণ, এ দিন ম্যাচ শুরুর আধ ঘণ্টার মধ্যেই ০-৩ পিছিয়ে পড়ে অস্কার ব্রুজোর দল। স্পোর্টিংকে বড় ব্যবধানে হারানোর পিছনে অন্যতম উজ্জ্বল মুখ টোলগে ওজবে। ডেম্পোর হয়ে এ দিন জোড়া গোল করলেন অস্ট্রেলিয় স্ট্রাইকার। একটি করেন গোল বেটো ও ক্লিফোর্ডের।

অন্য ম্যাচে আবার গ্যাব্রিয়েলের গোলে শুরুতে এগিয়ে থেকেও লাজংয়ের সঙ্গে ২-২ রুদ্ধশ্বাস ড্র করল পুণে এফসি। লাজং-এর উইলিয়ামের জোড়া গোলের দাপটে একটা সময় ১-২ পিছিয়ে পড়ে মাইক স্নোয়ি। ম্যাচ শেষ হওয়ার ঠিক আগে মিরজনের গোলে অবশেষে ২-২ করে পুণে। এ দিন আন্তর্জাতিক নারী দিবসে বড় একটি ঘটনা ঘটাল ফেডারেশন। আই লিগের প্রথম মেয়ে রেফারি হিসাবে পুণেতে আত্মপ্রকাশ করলেন মারিয়া রেবেলো।

Advertisement

মহমেডানের জরিমানা হতে পারে: ফুটবলাররা নেমে পড়েছেন। রেফারিরাও। কিন্তু মাঠের পাশের কর্নার ফ্ল্যাগ তখনও লাগানো হয়নি। দৌড়োদৌড়ি শুরু করে দিলেন সবাই। শেষপর্যন্ত তা লাগানো হল। তবে খেলা শুরু হল নির্ধারিত সময়ের আরও তিন মিনিট পর। জানা গিয়েছে, ম্যাচ কমিশনারের রিপোর্টে এটা থাকলে জরিমানা হবে মহমেডানের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন