টুকরো খবর

তাঁর দল ফাইনালে হারলেও মহেন্দ্র সিংহ ধোনিকেই ২০১৪ আইসিসি বিশ্ব টি-টোয়েন্টি টিমের ক্যাপ্টেন বেছে নেওয়া হল। ধোনি ছাড়াও তিন ভারতীয় ক্রিকেটার এই টিমে রয়েছেন। তাঁরা হলেন, টুর্নামেন্ট সেরা বিরাট কোহলি, ওপেনার রোহিত শর্মা ও অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তবে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা ছাড়া আর কেউ টুর্নামেন্টের সেরা একাদশে স্থান পাননি।

Advertisement
শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৪ ০২:৪১
Share:

বিশ্ব একাদশের নেতা ধোনি
সংবাদ সংস্থা • দুবাই

Advertisement

তাঁর দল ফাইনালে হারলেও মহেন্দ্র সিংহ ধোনিকেই ২০১৪ আইসিসি বিশ্ব টি-টোয়েন্টি টিমের ক্যাপ্টেন বেছে নেওয়া হল। ধোনি ছাড়াও তিন ভারতীয় ক্রিকেটার এই টিমে রয়েছেন। তাঁরা হলেন, টুর্নামেন্ট সেরা বিরাট কোহলি, ওপেনার রোহিত শর্মা ও অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তবে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা ছাড়া আর কেউ টুর্নামেন্টের সেরা একাদশে স্থান পাননি। দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের দু’জন করে ক্রিকেটার ছাড়া এক জন করে অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের। টিম বাছার দায়িত্বে ছিলেন আইসিসি ম্যাচ রেফারি ডেভিড বুনের মতো বিশেষজ্ঞরা। বাংলাদেশের পরিবেশে মানিয়ে নিয়ে টুর্নামেন্টের সেরা পারফরম্যান্স মাথায় রেখেই সেরা একাদশ বাছা হয়েছে।

ঘোষিত টিম: রোহিত শর্মা (ভারত, ২০০ রান), স্টেফান মাইবার্গ (নেদারল্যান্ডস, ২২৪ রান), বিরাট কোহলি (ভারত, ৩১৯, রান), জেপি দুমিনি (দক্ষিণ আফ্রিকা, ১৮৭ রান) গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া, ১৪৭ রান), এমএস ধোনি (ভারত- ক্যাপ্টেন, উইকেটরক্ষক, ৫০ রান), ডারেন স্যামি (ওয়েস্ট ইন্ডিজ, ১০১ রান), রবিচন্দ্রন অশ্বিন (ভারত, ১১ উইকেট), ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা, ৯ উইকেট), স্যামুয়েল বদ্রী (ওয়েস্ট ইন্ডিজ, ১১ উইকেট), লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা, ৫ উইকেট)। দ্বাদশ ব্যক্তি: ক্রিশমার সান্তোকি (ওয়েস্ট ইন্ডিজ, ৮ উইকেট)।

Advertisement

গাওস্করকে ফের চিঠি
সংবাদ সংস্থা • নয়াদিল্লি

আইপিএল সিওও পদ থেকে সুন্দর রামনকে সরানোর জন্য বোর্ডের অন্তর্বর্তিকালীন প্রেসিডেন্ট সুনীল গাওস্করের উপর নতুন করে চাপ দিলেন আদিত্য বর্মা। বিহার ক্রিকেট সংস্থার সচিব লিখিত ভাবে গাওস্করকে জানালেন, “সিওও রামনের বহাল থেকে যাওয়াটা যে ক্রিকেটের প্রতি ক্ষতিকারক, তা জানিয়ে আগেই আবেদন করেছিলাম। কিন্তু তার ভিত্তিতে কোনও পদক্ষেপ করা হয়নি। তার কোনও উত্তরও পাইনি। তাই এই চিঠির মাধ্যমে ফের আবেদন করছি, খেলাটার স্বার্থে সুন্দর রামনকে সরানো হোক।” গত বছর জুনে আদিত্যই বোর্ডের বিরুদ্ধে মামলা করেছিলেন। অন্য খেলায়: বালি মিলন চক্র ক্লাবের দিন রাতের ফুটবল উৎসবে চ্যাম্পিয়ন হল বরানগর সাহা ক্যাটারার।

আত্মবিশ্বাসী বাংলা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা

সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টির মূলপর্বে মঙ্গলবার বাংলা নামছে বরোদার বিরুদ্ধে। নেই লক্ষ্মীরতন শুক্ল, মনোজ তিওয়ারি, ঋদ্ধিমান সাহা, মহম্মদ শামি, অশোক দিন্দার মতো সিনিয়ররা। সিনিয়রদের অনুপস্থিতিতে দলের তরুণদের সামনে দারুণ সুযোগ বলে মনে করছেন অধিনায়ক সৌরাশিস লাহিড়ী। মুম্বই থেকে ফোনে তিনি বলেন, “সবাই মুখিয়ে রয়েছে নিজেদের প্রমাণ করতে। টিমটা দারুণ ছন্দে রয়েছে।” ঋদ্ধিমানের জায়গায় মঙ্গলবার বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের মাঠে খেলতে চলেছেন শ্রীবৎস গোস্বামী। মনোজের জায়গায় দলে আসছেন সুদীপ চট্টোপাধ্যায়। দিন্দার জায়গায় সৌরভ মণ্ডল বা সায়ন ঘোষের মধ্যে একজন খেলবেন। “উইকেট খুব ভাল। বাউন্স আছে। আমাদের প্রস্তুতিও খুব ভাল হয়েছে,” বলে দিচ্ছেন সৌরাশিস।

বড় জয় ভবানীপুরের

কালীঘাট এমএসকে ৪-১ হারিয়ে আই লিগের মূলপর্বের দিকে এগোল ভবানীপুর। ৬ ম্যাচে ব্যারেটোর দলের পয়েন্ট ১৪। কলকাতার দলটির ঘাড়েই অবশ্য নিঃশ্বাস ফেলছে রয়্যাল ওয়াহিংডিহো (৬ ম্যাচে ১২ পয়েন্ট)। ভবানীপুরের পরের ম্যাচ হিন্দুস্থান এফসি-র সঙ্গে। শেষ ম্যাচ খেলতে হবে দুইয়ে থাকা শিলং-এর টিমটির সঙ্গেই।

অন্য খেলায়

• উত্তরপল্লী ক্লাবের ফুটবল ট্রায়াল ৮-১১ এপ্রিল বিকেলে হাইকোর্ট মাঠে।

• বালি মিলন চক্র ক্লাবের দিন রাতের ফুটবল উৎসবে চ্যাম্পিয়ন হল বরানগর সাহা ক্যাটারার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement