ঢুকছেন সৌরভ, বদল হয়তো ওপেনিংয়েও

বাড়তি ব্যাটসম্যান খেলাতে স্পিনারকে বসানোর নীতি থেকে সরে আসা। ওপেনিংয়ে বদলের প্রবল সম্ভাবনা। অভিমনু্যূ ঈশ্বরণকে নাকি সেখানে দেখা যেতে পারে। অলরাউন্ডার সন্দীপন দাসের খেলার সম্ভাবনা একেবারে চূড়ান্ত না হলেও আরও উজ্জ্বল হয়ে ওঠা। সবুজ পিচের ভরসায় আর না বসে থেকে টস জিতলে প্রথমে ব্যাটিংয়ের প্রস্তাব। পেস বিভাগে সৌরভ সরকারের সম্ভাব্য প্রত্যাবর্তন। রঞ্জি ট্রফিতে তামিলনাড়ুর বিরুদ্ধে অতি গুরুত্বপূর্ণ যুদ্ধের আটচল্লিশ ঘণ্টা আগে ঠিক এই ছবিটাই পাওয়া যাচ্ছে বাংলা শিবির থেকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০১৫ ০২:৪৮
Share:

লড়াইয়ের আগে সৌজন্য সাক্ষাত্‌কার রামন-লক্ষ্মীর।

বাড়তি ব্যাটসম্যান খেলাতে স্পিনারকে বসানোর নীতি থেকে সরে আসা।

Advertisement

ওপেনিংয়ে বদলের প্রবল সম্ভাবনা। অভিমনু্যূ ঈশ্বরণকে নাকি সেখানে দেখা যেতে পারে।

অলরাউন্ডার সন্দীপন দাসের খেলার সম্ভাবনা একেবারে চূড়ান্ত না হলেও আরও উজ্জ্বল হয়ে ওঠা।

Advertisement

সবুজ পিচের ভরসায় আর না বসে থেকে টস জিতলে প্রথমে ব্যাটিংয়ের প্রস্তাব।

পেস বিভাগে সৌরভ সরকারের সম্ভাব্য প্রত্যাবর্তন।

রঞ্জি ট্রফিতে তামিলনাড়ুর বিরুদ্ধে অতি গুরুত্বপূর্ণ যুদ্ধের আটচল্লিশ ঘণ্টা আগে ঠিক এই ছবিটাই পাওয়া যাচ্ছে বাংলা শিবির থেকে।

এমনিতেই শহরে যা বৃষ্টি চলছে, তাতে সোমবার, অর্থাত্‌ ম্যাচের প্রথম দিন ঠিক সময়ে ম্যাচ শুরু করা যাবে কি না, তা নিয়ে আগাম সন্দেহ প্রকাশ করছেন কেউ কেউ। তাঁদের বক্তব্য হল, ছ’পয়েন্টের চেয়ে ডব্লিউ ভি রামনের টিমের বিরুদ্ধে ম্যাচটা তিন পয়েন্টের হওয়ার বেশি সম্ভাবনা। লাগাতার বৃষ্টিতে বাংলার প্র্যাকটিসও প্রবল ভাবে বিঘ্নিত হচ্ছে। গত কাল ফিল্ডিং প্র্যাকটিস করে ছেড়ে দিতে হয়েছে। শনিবার আবার প্রথম দিকে সেটাও করা গেল না। ইন্ডোরে কিছুটা নেট করে পরের দিকে ইডেন নেটে মনোজ তিওয়ারিদের মতো কাউকে কাউকে ঢুকতে দেখা গেল। ম্যাচের আগের দিনও টিমটা পুরোদমে প্র্যাকটিস পাবে কি না, তা নিয়েও একটা সন্দেহ থাকছে। আউটফিল্ড এখনও ভিজে। এ দিন সন্ধেয় বৃষ্টি আরও বাড়ায় প্র্যাকটিস নিয়ে সমস্যার আশঙ্কা আরও কিছুটা বেড়ে থাকল। যা পরিস্থিতি, তাতে রবিবারও যদি লক্ষ্মীরতন শুক্লরা মাঠে ঠিকঠাক নামতে না পারেন, তা হলে তাঁদের শেষ পুরোদস্তুর ব্যাট-বলের সংযোগ কিন্তু হয়ে থাকবে মুম্বই ম্যাচের তৃতীয় দিন!


নতুন অতিথি। শনিবার বাংলার প্র্যাকটিস শেষে অশোক দিন্দার সঙ্গে।

বাংলা কোচ অশোক মলহোত্র পরিস্থিতিতে খুব একটা ঘাবড়াচ্ছেন না। পয়েন্ট টেবল দেখেও নয়। বরং তাঁর মনে হচ্ছে, গত বারও রঞ্জিতে ঠিক এ রকম অবস্থাতেই দাঁড়িয়ে ছিল বাংলা। শেষ দিকে পরপর ম্যাচ জিতে সেমিফাইনালে চলে গিয়েছিল। “গত বার পারলে এ বারও টিম সেটা পারতে পারে। আর এই ম্যাচটা যদি জিততে পারি, তা হলে চার ম্যাচে পয়েন্ট হবে দশ। তামিলনাড়ু, রেলওয়েজ, ওদের অবস্থাও এখন তাই। তা হলে আগে থেকে ছিটকে যাওয়া নিয়ে ভাবব কেন?” পাল্টা প্রশ্ন তুলছেন অশোক। বোঝা গেল, বাংলা কোচ পুরনো বছরের অলৌকিক প্রত্যাবর্তনকে নতুন বছরের বারুদ হিসেবে ভাবতে চাইছেন। কিন্তু ব্যাটিংয়ে লক্ষ্মীরতন শুক্লকে বাদ দিলে যাঁরা সেটা সম্ভব করেছিলেন, সেই বঙ্গ পেসাররা এখনও পর্যন্ত দৃষ্টিকটু রকম নিষ্প্রভ। অশোক দিন্দার কর্নাটক ম্যাচে একটা সাত উইকেট বাদ দিলে আর কিছু নেই।

এবং তাই সম্ভবত পেসার সৌরভ সরকার ফিরতে চলেছেন। যা খবর, তাতে দিন্দা-সৌরভ জুটির সোমবার থেকে ইডেনে নামা প্রায় নিশ্চিত। তৃতীয় সিমার হিসেবে লড়াইটা বীরপ্রতাপ সিংহ এবং নবাগত প্রীতম চক্রবর্তীর মধ্যে। যেখানে আবার কিছুটা হলেও আপাতত এগিয়ে প্রীতম। অফস্পিনার সৌরাশিস লাহিড়ী তামিলাড়ু ম্যাচে ফিরছেন। আর সন্দীপন খেললে টিমের পঞ্চম সিমার তিনি। ব্যাটিং লাইন আপে একটাই বদলের সম্ভাবনা। বাঁ হাতি ওপেনার রোহন বন্দ্যোপাধ্যায়কে বসানো হতে পারে। সেক্ষেত্রে ওপেনিংয়ে মুম্বইয়ের বিরুদ্ধে ৮৫ করা অভিমন্যু ঈশ্বরণ।

ছবি: শঙ্কর নাগ দাস

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন