দৌড় আরও মসৃণ করুক শামি, বলে দিলেন শোয়েব

মহম্মদ শামির বহুদিন ভারতীয় দলের হয়ে খেলার সম্ভাবনা রয়েছে। তবে তাঁর রান আপে একটু পরিবর্তন আনতে হবে। এমনটাই মনে করেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার। টি-টোয়েন্টি বিশ্বকাপের ধারাভাষ্য দিতে এখন বাংলাদেশে শোয়েব।

Advertisement

সংবাদ সংস্থা

মিরপুর শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৪ ০৪:১৩
Share:

মহম্মদ শামির বহুদিন ভারতীয় দলের হয়ে খেলার সম্ভাবনা রয়েছে। তবে তাঁর রান আপে একটু পরিবর্তন আনতে হবে। এমনটাই মনে করেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার।

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপের ধারাভাষ্য দিতে এখন বাংলাদেশে শোয়েব। সেখানেই এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি যা দেখেছি তাতে মনে হয়েছে ভারতীয় দলে শামিই এখন সেরা পেসার। ওর প্রতিভা রয়েছে। সেটা যাতে কাজে লাগানো যায় সে ব্যাপারে যত্ন নিতে হবে। মনে হয় ওর টেকনিকে একটু সমস্যা রয়েছে। ওর রান আপটা ঠিক মসৃণ নয়। আগামী দিনে আরও ভাল পারফর্ম করতে হলে এই সমস্যাটা শুধরে নিতে হবে।”

শামির রান আপ সমস্যা নিয়ে বিশদে জানতে চাইলে শোয়েব বলেন, “ওর রান আপটা ধারাবাহিক নয়। বল করতে ক্রিজের দিকে যখন ছুটে আসে তখন ওকে দেখে মনে হয় খুব পরিশ্রম করতে হচ্ছে। কিন্তু এটা হওয়া উচিত নয়। বোলিং অ্যাকশনটা মসৃণ হওয়া উচিত। তাতে ধারাবাহিক ভাবে বোলিংয়ে প্রচুর গতি পাওয়া যায়। এই জায়গাটা নিয়ে খাটলে শামি ভারতীয় দলে দীর্ঘদিন খেলতে পারবে।”

Advertisement

প্রায় এক দশকের কেরিয়ারে প্রচুর চোট পেয়েছেন তবু গতি নিয়ে কখনও আপোস করেননি। বরং ভয়ঙ্কর পেসে ব্যাটসম্যানদের কাঁপুনি ধরিয়ে দিতেই বেশি পছন্দ করতেন আখতার। অবসরের পর এখন উঠতি পেসারদের তাঁর পরামর্শ, “যা যা সম্ভব করো, কিন্তু বোলিংয়ের গতি কখনও কমাবে না। যে কোনও ফাস্ট বোলারের জন্য গতিটাই আসল। তা বলে এটা বলছি না যে গতির দিকে নজর দিতে গিয়ে সঠিক লাইন আর লেংথে মনসংযোগ কোরো না। তবে গতি ঠিক রেখেও এই জায়গাগুলো ঠিক করতে পরিশ্রম করা যায়।”

৩৮ বছর বয়সি পাক তারকা আরও মনে করেন ব্যাটসম্যানদের কাছে ‘আতঙ্ক’ ধরে রাখতে ফাস্ট বোলারদের টি টোয়েন্টি ক্রিকেট খেলা উচিত নয়। “জানি খুব কঠিন তবে আমার মনে হয় ফাস্ট বোলারদের টি টোয়েন্টি ক্রিকেট খেলা বন্ধ করে দেওয়া উচিত। তার মনে কিন্তু এটা বলছি না যে ফাস্ট বোলাররা এই ফর্ম্যাটে খেলার যোগ্য নয়। কিন্তু এক বার পিচগুলো, পরিবেশের দিকে তাকিয়ে দেখুন। সব ব্যাটসম্যানদের সুবিধা দেওয়ার জন্য তৈরি হয়ে রয়েছে,” বলে দেন শোয়েব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন