রামন প্রাক্তন টেস্ট ক্রিকেটার ডব্লুভি রামন, নরেন্দ্র হিরওয়ানি ও টিএ শেখরকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কোচিং প্যানেলে আনা হল। রামন ব্যাটিং কোচ। শেখর ফাস্ট বোলিং কোচ ও হিরওয়ানি স্পিন বোলিং কোচ। তাদের সাহায্য করার জন্য কোচদের একটি প্যানেলও করা হবে। প্যানেল বাছার দায়িত্ব দেওয়া হয়েছে এনসিএ ডিরেক্টর দিলীপ বেঙ্গসরকারকে।