পিকের ‘বোমায়’ বিধ্বস্ত বিমান

হেলসিঙ্কিগামী বিমানে বোমা ফাটিয়ে শোরগোল ফেলে দিয়েছেন জেরার পিকে! বার্সেলোনা তারকার কাজে আক্ষরিক দুষ্টুমির গন্ধ। যাতে বেজায় চটেছেন উড়ানে মহা অপ্রস্তুত হয়ে পড়া বিমানকর্মীরা। এক স্প্যানিশ দৈনিকের খবর, বার্সেলোনার হয়ে প্রীতি ম্যাচ খেলতে হেলসিঙ্কি উড়ে যাওয়ার সময় বিমানেই দুষ্টুমিটা করেন মহা-ফাজিল বলে পরিচিত পিকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৪ ০৩:২১
Share:

পিকের (ডান দিকে) ঠাট্টা নিয়ে ক্ষুব্ধ বিমানকর্মীরা।

হেলসিঙ্কিগামী বিমানে বোমা ফাটিয়ে শোরগোল ফেলে দিয়েছেন জেরার পিকে!

Advertisement

বার্সেলোনা তারকার কাজে আক্ষরিক দুষ্টুমির গন্ধ। যাতে বেজায় চটেছেন উড়ানে মহা অপ্রস্তুত হয়ে পড়া বিমানকর্মীরা।

এক স্প্যানিশ দৈনিকের খবর, বার্সেলোনার হয়ে প্রীতি ম্যাচ খেলতে হেলসিঙ্কি উড়ে যাওয়ার সময় বিমানেই দুষ্টুমিটা করেন মহা-ফাজিল বলে পরিচিত পিকে। বিমানের পিছন দিকে, বিমানকর্মীদের আসনের কাছে উঠে গিয়ে ফাটিয়ে দেন একটি দুর্গন্ধ-বোমা বা ‘স্টিঙ্ক বোম্ব’। অন্য যাত্রীরা পিকের কীর্তি ধরতে না পেরে গন্ধের উৎস সন্ধানে বিমানসেবিকাদের দিকেই সন্দেহের চোখে তাকান। শেষ পর্যন্ত প্রত্যেক যাত্রীর কাছে দুর্গন্ধের জন্য ক্ষমা চাইতে হয় বিমানকর্মীদের। স্বভাবতই তাঁরা পিকে-কে সহজে ক্ষমা করতে পারছেন না।

Advertisement

তবে পপ সাম্রাজ্ঞী শাকিরার জুড়িদার নাকি এমন করেই থাকেন। কখনও কখনও তাঁর সঙ্গে জোট বাঁধেন লিওনেল মেসি! যেমন বার্সেলোনার এক কর্মীর মোপেডে কান ঝালাপালা শব্দ হত বলে দু’জনে মিলে জ্বালিয়েই দিয়েছিলেন সেটা। অবশ্য পরের দিনই ঝকঝকে নতুন মডেল কিনে উপহার দিয়েছিলেন তাঁকে। টিম বাসে ঢিল মারার ভান করে মুঠো মুঠো সূর্যমুখীর বীজ ছুড়ে মারা দায়ে পিকের নামে অভিযোগ জানিয়েছিলেন কার্লোস পুয়োল। এমনকী নিজের এবং শাকিরার ছেলের জন্মের আগেই বাবা হয়েছেন বলে রটিয়ে বোকা বানিয়েছিলেন গোটা স্প্যানিশ সংবাদমাদ্যমকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন