পিছিয়েও জয় চেলসির

বিরতির আগে বাবা রহমানের ভুল থেকে শেন লং এগিয়ে দিয়েছিল সাউদাম্পটনকে। সেই চাপ সামলে শনিবার ইপিএলে ২-১ জিতল চেলসি। সেস ফাব্রেগাস আর ব্রানিসলাভ ইভানোভিচের গোলে। তবে জিতলেও তা সহজে আসেনি। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি পর্যন্ত পরিষ্কার সুযোগ তৈরি করতে যথেষ্ট বেগ পেতে হয় চেলসিকে। সাত ম্যাচে প্রথম সাউদাম্পটনের জালে কেউ বল জড়িয়েছিল ফাব্রেগাসের সমতা ফেরানোর গোলে।

Advertisement
শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৬ ০৩:২৫
Share:

বিরতির আগে বাবা রহমানের ভুল থেকে শেন লং এগিয়ে দিয়েছিল সাউদাম্পটনকে। সেই চাপ সামলে শনিবার ইপিএলে ২-১ জিতল চেলসি। সেস ফাব্রেগাস আর ব্রানিসলাভ ইভানোভিচের গোলে। তবে জিতলেও তা সহজে আসেনি। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি পর্যন্ত পরিষ্কার সুযোগ তৈরি করতে যথেষ্ট বেগ পেতে হয় চেলসিকে। সাত ম্যাচে প্রথম সাউদাম্পটনের জালে কেউ বল জড়িয়েছিল ফাব্রেগাসের সমতা ফেরানোর গোলে। এর পর ‘ব্লুজ’দের জয়ের গোল আসে ম্যাচ শেষের ঠিক আগে ইভানোভিচের জোরালো হেড থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement