আন্তঃ বিশ্ববিদ্যালয় জিমন্যাস্টিক্সে দলগত বিভাগে রানার্স হল কলকাতা বিশ্ববিদ্যালয়। সোনা, রুপো, ব্রোঞ্জ মিলিয়ে ছ’টি পদক গলায় ঝুলিয়ে কলকাতা ফিরলেন চারুচন্দ্র কলেজের পায়েল ভট্টাচার্য। পায়েল ছাড়াও টুর্নামেন্টে নজর কেড়েছেন তাঁর কলেজের প্রণতি দাস এবং অনুভব ঘোষ। এই প্রথম প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান পাওয়ায় খুশি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিভাগের কর্তারা।