নমন ওঝা (১১৩) ও হরপ্রীত সিংহের (১০৫) সেঞ্চুরিও বাঁচাতে পারল না মধ্যপ্রদেশকে। রঞ্জি ট্রফির সেমিফাইনালে চলে গেল মুম্বই। গত তিন মরসুমে প্রথম। মুম্বইয়ের ৫৭১ রানের বিরাট টার্গেট সামনে রেখে ব্যাট করতে নেমে মধ্যপ্রদেশ শেষ পর্যন্ত থামল ৩৬১-৫। শেষ দিন ৯৯-২-এ ব্যাট করতে নেমেছিল মধ্যপ্রদেশ। মুম্বইয়ের সামনে পুরো পয়েন্ট তোলার সুযোগ থাকলেও তা আটকে যায় নমন-হরপ্রীতের ব্যাটিংয়ের কাছে। শেষ পর্যন্ত ১৪৪ রানের লিড নিশ্চিত করায় ফাইনালে চলে যায় মুম্বই। ফাইনালে তাদের সামনে সৌরাষ্ট্র। ২৪-২৮ ফেব্রুয়ারি পুণেতে ফাইনাল।