বিক্ষুব্ধ গোষ্ঠীতে যোগ দিলেন বিজেন্দ্র

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৪ ০৯:০৯
Share:

বিজেন্দ্র। সামনে নতুন লড়াই।

ভারতীয় বক্সিংয়ের বিক্ষুব্ধ গোষ্ঠীতে যোগ দিলেন অলিম্পিক ব্রোঞ্জ জয়ী বক্সার বিজেন্দ্র সিংহ। ভারতীয় বক্সিংয়ের সবচেয়ে জনপ্রিয় তারকাকে পাশে পাওয়ায় পি কে মুরলীধরন রাজা গোষ্ঠীর শক্তি বৃদ্ধি পেল বলেই মনে করা হচ্ছে। বিক্ষুব্ধ গোষ্ঠীর প্রস্তাবিত অ্যাথলিটস কমিশনে যোগ দিলেন বিজেন্দ্র। নিজের পদক্ষেপের ব্যাখ্যা দিতে গিয়ে যিনি বলেছেন, “আমি বিশ্বাস করি এই অচলাবস্থা থেকে ভারতীয় বক্সিংকে বের করে আনার ক্ষমতা রাজা গোষ্ঠীর রয়েছে। আর সেই কাজে সাহায্য করতে চাই বলেই এগিয়ে এসেছি।”

Advertisement

প্রশাসনিক অনিয়মের অভিযোগে আন্তর্জাতিক বক্সিং সংস্থা ভরতীয় বক্সিং ফেডারেশনকে (আইএবিএফ) বহিষ্কার করার পর তৎপর হয়েছেন আইএবিএফ-এর প্রাক্তন সচিব রাজার নেতৃত্বাধীন বিক্ষুব্ধরা। যাঁদের দাবি বক্সিংয়ের ৩৫টি রাজ্য সংস্থার মধ্যে তেইশটি তাঁদের পাশে রয়েছে। এবং আন্তর্জাতিক বক্সিং সংস্থা নতুন জাতীয় ফেডারেশন গড়ার জন্য যে কোনও গোষ্ঠী আবেদন করতে পারে বলে সবুজ সঙ্কেত দেওয়ায়, নিজেদের দাবি পেশ করার জন্য তৈরি হচ্ছেন রাজারা। যে গোষ্ঠীর চেয়ারম্যান হয়েছেন পশ্চিমবঙ্গ বক্সিং অ্যাসোসিয়েশনের প্রধান অসিত বন্দ্যোপাধ্যায়।

বিজেন্দ্রকে পাশে পাওয়ায় সেই কাজ আরও সহজ হল বলেই বিক্ষুদ্ধদের ধারণা। বিজেন্দ্রও বলেছেন, “ভারতীয় বক্সিংয়ের যে ভাবে লাফিয়ে লাফিয়ে উন্নতি করার কথা ছিল, সেটা তো হয়ইনি। উল্টে আমরা একেবারে তলানিতে নেমে গিয়েছি। এই পরিস্থিতিতে এ দেশে খেলাটার জন্য ভাবার, এগিয়ে এসে দায়িত্ব নেওয়ার লোক দরকার। ভারতীয় বক্সিংকে আবার চাঙ্গা করে তুলতে নিজের ক্ষমতার সবটুকু দিয়ে কাজ করতে চাই।” নিজের বক্সিং কেরিয়ার এবং প্রস্তুতি সামলেও সংস্থার কাজ করার সময় পাবেন বলেই দাবি করেছেন বিজেন্দ্র। বলেছেন, “মানছি আমি এখনও বক্সিং করছি। কিন্তু তার পরেও সময় বের করে নেব। আমরা বক্সাররা যদি জাতীয় পতাকার তলায় প্রতিযোগিতায় নামতে চাই, তা হলে তো আমাদেরই সবার আগে এগিয়ে আসতে হবে।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন