বাগান দিবসে ‘রত্ন’ পাচ্ছেন না অরুময়

ক্লাবের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপনের ধাক্কায় বদলে গেল মোহনবাগান দিবসের প্রথা। তবে সেটা শুধু এ বছরের জন্যই! তেরো বছর ধরে মোহনবাগান দিবসেই দেওয়া হত ‘মোহনবাগান রত্ন’। এটাই ছিল প্রথা। সেখানে বর্ষসেরা-সহ নানা অনুষ্ঠানও হত। কিন্তু এ বছর ক্লাবের ১২৫তম জন্মবার্ষিকী পড়ে যাওয়ায় ২৯ জুলাই কোনও অনুষ্ঠান হচ্ছে না। শুধু দু’টো ফুটবল ম্যাচ হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৪ ০২:২৪
Share:

ক্লাবের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপনের ধাক্কায় বদলে গেল মোহনবাগান দিবসের প্রথা। তবে সেটা শুধু এ বছরের জন্যই!

Advertisement

তেরো বছর ধরে মোহনবাগান দিবসেই দেওয়া হত ‘মোহনবাগান রত্ন’। এটাই ছিল প্রথা। সেখানে বর্ষসেরা-সহ নানা অনুষ্ঠানও হত। কিন্তু এ বছর ক্লাবের ১২৫তম জন্মবার্ষিকী পড়ে যাওয়ায় ২৯ জুলাই কোনও অনুষ্ঠান হচ্ছে না। শুধু দু’টো ফুটবল ম্যাচ হবে।

এখন প্রশ্ন, তা হলে মোহনবাগান রত্ন কবে দেওয়া হবে? বাগান সচিব অঞ্জন মিত্র রাজ্যের দুই মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও অরূপ বিশ্বাসকে পাশে নিয়ে বললেন, “১৫ অগস্টের পরে একটা তারিখ ঠিক করা হবে। সেখানেই মোহনবাগান রত্ন ও সেরা ক্রীড়াবিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে নেতাজি ইন্ডোরে।” মোহনবাগান রত্ন দেওয়া হচ্ছে প্রাক্তন ফুটবলার অরুময় নৈগমকে। প্রয়াত করুণাশঙ্কর ভট্টাচার্যের নামাঙ্কিত সেরা ফুটবলারের পুরষ্কার পাচ্ছেন কাতসুমি। প্রয়াত ধীরেন দে- র নামাঙ্কিত সেরা ক্রিকেটারের পুরস্কার পাবেন জয়জিৎ বসু। শৈলেন মান্না মেমোরিয়াল সেরা ক্রীড়াবিদ পুরস্কার পাবেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ। এ ছাড়াও সংবর্ধনা দেওয়া হবে তিন ক্রিকেটার ঋ

Advertisement

দ্ধিমান সাহা, লক্ষ্মীরতন শুক্ল ও মহম্মদ শামিকে। শনিবার রাতে মোহনবাগান রত্ন অরুময়কে বেঙ্গালুরুতে ফোনে ধরা হলে তিনি বলেন, “আমি সম্মানিত। যে ক্লাবে খেলে আমার এত যশ, এত নাম হয়েছে, সেই ক্লাব যে আমাকে নিয়ে ভেবেছে, এটাই তো বড় ব্যাপার। আমি এই পুরস্কার আমার মা-বাবা আর বাংলার ফুটবলপ্রেমীদের উৎসর্গ করতে চাই।” এ দিন বলছিলেন, “মোহনবাগানে আমার সবচেয়ে স্মরণীয় মুহূর্ত ’৬৩ থেকে ’৬৫। এই সময় ডুরান্ড কাপ জয়ের হ্যাটট্রিক করেছিলাম আমরা।”

ইডেনে ওয়ান ডে: অক্টোবর-নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের তিনটি টেস্ট হবে বেঙ্গালুরু, আমদাবাদ ও হায়দরাবাদে। পাঁচটি ওয়ান ডে কলকাতা, বিশাখাপত্তনম, কটক, ধর্মশালা ও কোচিতে। দু’দলের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি হবে দিল্লির ফিরোজ শাহ কোটলায়। দিনক্ষণ পরে ঠিক হবে। এ দিকে, ২০১৫ বিশ্বকাপ ক্রিকেটকে মাথায় রেখে বোর্ড ঠিক করেছে, ২০১৪ ঘরোয়া মরসুম জাতীয় এক দিনের টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফি ও আন্তঃ আঞ্চলিক ওয়ান ডে টুর্নামেন্ট দেওধর ট্রফি দিয়ে শুরু হবে। এগুলি বিশ্বকাপের ট্রায়াল টুর্নামেন্ট হিসাবে দেখবে বোর্ড।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন