প্রো কবাডি লিগ

বিগ বি-র সামনে ‘সব্বাইকে মারতে’ তৈরি বঙ্গ যোদ্ধারা

করব, লড়ব, জিতব রে নয়। পেশাদার কবাডি লিগে কলকাতার দল ‘বেঙ্গল ওয়ারিয়র্স’-এর থিম সং, ‘সবাই এ বার জানতে পারবে/বাঘের লড়াই দেখতে পারবে/ওদের সমান নেই কো কেউ/ সব্বাইকে মারতে হবে।’ প্রথম ম্যাচে মুম্বইয়ের দল ‘ইউ মুম্বই’-এর কাছে ৩৬-২৫ হেরে ঘরের মাঠে তাই ‘সব্বাইকে মারতে’ মুখিয়ে কলকাতা অধিনায়ক নীলেশ শিন্দের দল। মঙ্গলবার বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাংবাদিক সম্মেলনে তাঁর হুঙ্কার, “মুম্বই ঘরের মাঠে সুবিধা পেয়েছে। এখানে মুম্বইকে মারব।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৪ ০২:০০
Share:

অমিতাভকে দেখতে মুখিয়ে ইরানের ফারহান। —নিজস্ব চিত্র

করব, লড়ব, জিতব রে নয়। পেশাদার কবাডি লিগে কলকাতার দল ‘বেঙ্গল ওয়ারিয়র্স’-এর থিম সং, ‘সবাই এ বার জানতে পারবে/বাঘের লড়াই দেখতে পারবে/ওদের সমান নেই কো কেউ/ সব্বাইকে মারতে হবে।’

Advertisement

প্রথম ম্যাচে মুম্বইয়ের দল ‘ইউ মুম্বই’-এর কাছে ৩৬-২৫ হেরে ঘরের মাঠে তাই ‘সব্বাইকে মারতে’ মুখিয়ে কলকাতা অধিনায়ক নীলেশ শিন্দের দল। মঙ্গলবার বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাংবাদিক সম্মেলনে তাঁর হুঙ্কার, “মুম্বই ঘরের মাঠে সুবিধা পেয়েছে। এখানে মুম্বইকে মারব।”

নীলেশের এই হুঙ্কারে কলকাতা কতটা মজেছে তা জানা না গেলেও, বুধবার থেকে নেতাজি ইন্ডোরে কবাডির সঙ্গে যে তারকা দর্শনও হবে তা বুঝেছেন শহরের ক্রীড়াপ্রেমীরা। আয়োজকদের তরফেও মিলেছে সে রকমই তথ্য। বুধবার টলিউডের তারকাদের হাজির থাকার কথা। বৃহস্পতিবার শহরে আসছেন অভিষেক বচ্চন। ঐশ্বর্যাও তাঁর সঙ্গী হতে পারেন বলে খবর। আর সব কিছু ঠিকঠাক চললে শুক্র কিংবা শনিবার মিটতে কবাডির প্রসারে শহরে আসার কথা বিগ বি অমিতাভ বচ্চনের। বুধবার রাত আটটায় কলকাতা পর্বের প্রথম ম্যাচে ‘বেঙ্গল ওয়ারিয়র্স’-এর প্রথম প্রতিপক্ষ অবশ্য ‘বেঙ্গালুরু বুলস’। সেই দলের বঙ্গসন্তান সদস্য চন্দননগরের রাজেশ মণ্ডল আত্মবিশ্বাসী মেজাজে বলে গেলেন, “আমরা দু’টো ম্যাচেই জিতেছি। কলকাতার সঙ্গেও জিতব।”

Advertisement

টানটান উত্তেজনার আবহে ইতিমধ্যেই শহরে চলে এসেছে সব দল। যেখানে জাপান, কোরিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ইরান, গ্রেট ব্রিটেনের খেলোয়াড়ও রয়েছে। আর জনপ্রিয়তা এতটাই চড়েছে যে এ দিন সাউদাম্পটনে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্টে কমেন্ট্রি করার ফাঁকে প্রো কবাডি লিগ নিয়ে সহ-ভাষ্যকারদের সঙ্গে ছোট আড্ডাই সেরে ফেললেন ‘সুলতান অব সুইং’ ওয়াসিম আক্রম। জানালেন, নিজেও এক সময় খেলেছেন কবাডি। বিকেলে নেতাজি ইন্ডোরে শেষ মুহূর্তের কাজকর্ম দেখে গেলেন রাজ্য কবাডি সংস্থার প্রেসিডেন্ট রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ও।

কলকাতা টিমের ইরানি রিক্রুট ফারহান কামাল ঘারিবি আবার মুখিয়ে অন্য কারণে। মিডিয়ার সঙ্গে কথা বলার ফাঁকে ভাঙা ভাঙা ইংরেজিতে তাঁর প্রশ্ন, “অমিতাভের খুদা গাওয়া, শাহেনশা দেশে দেখেছি। মুম্বইয়ে ওর ছেলে অভিষেকের সঙ্গে আলাপ হল। সিনিয়র বচ্চন কি এখানে আসবেন?”

অমিতাভ এলে কি ‘বেঙ্গল ওয়ারিয়র্সে’ বাড়তি অ্যাড্রিনালিন ক্ষরণ হবে? কলকাতা অধিনায়কের উত্তর, “সব কো মারনে কা জোশ জরুর মিল জায়েগা।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন