বদলে দিলাম ইতিহাস

বিরাট নিশ্চয়ই আরও খাটবে, আনন্দ দেবে

বিশ্বকাপ ম্যাচ দেখতে দেখতে ইন্টারনেটে গুগল হ্যাংআউটে ভক্তদের সঙ্গে আড্ডা দিলেন সচিন তেন্ডুলকর। রবিবার মেলবোর্নে দুই ইনিংসের মাঝে এই সংক্ষিপ্ত ওয়েব-আড্ডার কিছু অংশ তুলে ধরা হল।

Advertisement
শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৫ ০২:৩৩
Share:

বিশ্বকাপ ম্যাচ দেখতে দেখতে ইন্টারনেটে গুগল হ্যাংআউটে ভক্তদের সঙ্গে আড্ডা দিলেন সচিন তেন্ডুলকর। রবিবার মেলবোর্নে দুই ইনিংসের মাঝে এই সংক্ষিপ্ত ওয়েব-আড্ডার কিছু অংশ তুলে ধরা হল।

Advertisement

প্রশ্ন: চলতি বিশ্বকাপে কোন কোন ব্যাটসম্যানের উপর নজর রাখছেন?

Advertisement

সচিন: আমাদের দলেই তো এক ঝাঁক ভাল ব্যাটসম্যান রয়েছে। শিখর টুর্নামেন্টটা ভাল শুরু করেছে। বিরাটও। আজ অজিঙ্কও খুব ভাল খেলল। রোহিতও এ রকমই ভাল ইনিংস খেলার অপেক্ষায় রয়েছে। অন্য দলের ব্যাটসম্যানদের মধ্যে দক্ষিণ আফ্রিকার আমলার কথা বলব। অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। প্রত্যেক দলেই কোনও না কোনও ভাল ব্যাটসম্যান আছে।

প্র: বিরাট কোহলিকে বলা হচ্ছে সচিন তেন্ডুলকরের উত্তরসূরি। আপনি কোহলির মধ্যে নিজেকে কতটা খুঁজে পান?

সচিন: প্রত্যেক প্লেয়ারই বোধহয় নিজের আলাদা পরিচয়ে পরিচিত হতে ভালবাসে। আমিও তাই। তুলনা তেমন পছন্দ করি না আমি। নিজের সময়ের সেরা খেলোয়াড় হয়ে ওঠার চেষ্টাটাই সবচেয়ে ভাল। কাজটা বেশ কঠিন। কিন্তু একটা বাস্তবসম্মত লক্ষ্যে পৌঁছনোর চেষ্টা করা যেতেই পারে। নিজের প্রত্যাশা পূরণের চেষ্টা সবসময়ই করা উচিত। বিরাট সম্ভবত সেটাই করছে। ও নিশ্চয়ই আরও খাটবে আর আমাদের আরও আনন্দ দিয়ে যাবে।

প্র: ভারতে বোলিংয়ের সচিন তেন্ডুলকর কবে আসবে?

সচিন: কেন, ভারতে কি ভাল বোলার আসেনি? কপিলদেব, অনিল কুম্বলে, জাহির খান থেকে শুরু করে তিনজন কিংবদন্তি স্পিনার ভারতে তৈরি হয়নি? আসলে বিশ্বমানের বোলার ও রকম রাতারাতি তৈরি হয় না। অনেক সময় লাগে। সে জন্য প্রতিভাবান বোলার খুঁজে তাকে বা তাদের তৈরি করার প্রকল্পও নেওয়া দরকার। এখন আমাদের দেশে প্রচুর ক্রিকেট হয়। হাজার হাজার বোলার। তাদের মধ্যে থেকে বিশ্বমানের বোলার হওয়ার মতো প্রতিভাবান ছেলে খুঁজে বার করাটাও সোজা নয়। তবে আমাদের সেই কঠিন কাজটা করতে হবে দেশের স্বার্থে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন