বিশ্বকাপের টুকরো খবর

বিশ্বকাপের ইতিহাসে প্রথম দেশ হিসেবে উপর্যুপরি দু’টো ম্যাচে চারশোর বেশি রান তোলা। নিজেদেরই আগের ম্যাচের রেকর্ড ভেঙে কাপ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। ওয়ান ডে-র ইতিহাসে ২০টা সেঞ্চুরিতে দ্রুততম পৌঁছনো। দলগত এবং ব্যক্তিগত রেকর্ডের ছড়াছড়ির সৌজন্যে দক্ষিণ আফ্রিকা মানুকা ওভালে মঙ্গলবার ২০১ রানে হারাল আয়ারল্যান্ডকে (২১০ অলআউট)।

Advertisement
শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৫ ০৩:৪২
Share:

কোহলির রেকর্ড ভাঙলেন আমলা

Advertisement

সংবাদ সংস্থা • ক্যানবেরা

বিশ্বকাপের ইতিহাসে প্রথম দেশ হিসেবে উপর্যুপরি দু’টো ম্যাচে চারশোর বেশি রান তোলা। নিজেদেরই আগের ম্যাচের রেকর্ড ভেঙে কাপ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। ওয়ান ডে-র ইতিহাসে ২০টা সেঞ্চুরিতে দ্রুততম পৌঁছনো। দলগত এবং ব্যক্তিগত রেকর্ডের ছড়াছড়ির সৌজন্যে দক্ষিণ আফ্রিকা মানুকা ওভালে মঙ্গলবার ২০১ রানে হারাল আয়ারল্যান্ডকে (২১০ অলআউট)। চতুর্থ ম্যাচে ডে’ভিলিয়ার্সদের তৃতীয় জয়। গত সপ্তাহেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা তুলেছিল ৪০৮ রান। এ দিন করল ৪১১-৪। যেটা ২০০৭-এ বারমুডার বিরুদ্ধে ভারতের ৪১৩-র পরে বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ। ওপেনার আমলা ১২৮ বলে ১৫৯ করে ওয়ান ডে-তে দ্রুততম (১১১ ম্যাচে) কুড়িতম সেঞ্চুরিতে পৌঁছনোর নতুন রেকর্ড করলেন। ভাঙলেন কোহলির রেকর্ড (১৪১ ম্যাচে)। ইনিংসের বিচারেও কোহলির (১৩৩ ইনিংস) চেয়ে অনেক এগিয়ে আমলা (১০৮ ইনিংস)।

Advertisement

সচিনের জন্য

হঠাৎ অস্ট্রেলিয়ায় দেখা হয়ে গেল লারার সঙ্গে। টুইট করলেন সচিন তেন্ডুলকর।

প্রায় ৭২ হাজার টাকার ভিআইপি টিকিটই শুধু নয়. তাঁর ছবি, জার্সি, ব্যাটও নিলাম হল প্রবল উৎসাহে বিশেষ চ্যারিটি ডিনারে। সিডনির ডয়েল রেস্তোরাঁয় তাঁর স্বেচ্ছাসেবী সংস্থার জন্য অর্থ তোলার অনুষ্ঠানে সবাইকে মাতিয়ে দেয় তাঁরসচিন তেন্ডুলকরের উপস্থিতি। বিশেষ ডিনারের ৪০ জন অতিথি খোলামেলা সচিনের সঙ্গে সময় কাটানোর সুযোগও পেলেন। চার ঘণ্টার মধ্যেই উঠে যায় প্রায় তিরিশ লাখ টাকাও। সবচেয়ে বেশি উৎসাহ ছিল মাস্টার ব্লাস্টারের সঙ্গে প্রশ্ন-উত্তর সেশনে। যেখানে ফাইনাল নিয়ে তাঁর ভবিষ্যদ্বাণী জানতে চাওয়া হলে সচিন বলে দেন, “আইসিসি ব্র্যান্ড অ্যাম্বাসাডর বলে কোনও পক্ষ নেব না। তবে এটুকু বলব, গত বারের চ্যাম্পিয়নরা কিন্তু তাজ রক্ষা করতে তৈরি।”

পাশ কাটালেন ক্লার্ক

ডারেন লেম্যানের সঙ্গে অস্ট্রেলিয়া ক্যাপ্টেন মাইকেল ক্লার্কের ঠান্ডা যুদ্ধ চলছে? না হলে নিউজিল্যান্ড ম্যাচে হারের পরই ক্লার্ক কেন বলবেন, অজিরা সুইং বোলিংয়ের বিরুদ্ধে প্রস্তুতি নিতে ব্যর্থ। কোচ লেম্যানকেই তো কাঠগড়ায় তোলার ইঙ্গিত তাতে! সংবাদমাধ্যমের সামনে অবশ্য অজি অধিনায়ক টুঁ শব্দটিও করলেন না এই নিয়ে। উল্টে আফগানিস্তান ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে বলে দিলেন, ‘‘আমার থেকে হেডলাইন করার মতো খবর পাবেন না।” আফগানিস্তান ম্যাচ নিয়ে কোচ কী টিপস দিলেন? ক্লার্ক বলেছেন, “বুফ (লেম্যান) পরিষ্কার করে দিয়েছে আমাদের সামনে যা আছে সেটার উপরই শুধু ফোকাস করতে হবে সবাইকে। আপাতত সেটা আফগানিস্তান ম্যাচ। তারপর রবিবারেটা (শ্রীলঙ্কার বিরুদ্ধে)।”

শেষ আটের সম্ভাব্য লড়াই

পুল বি-তে প্রথম চার দল

• ভারত ৩ ম্যাচে ৬ পয়েন্ট। নেট রানরেট +২.৬৩০

• দক্ষিণ আফ্রিকা ৪ ম্যাচে ৬ পয়েন্ট। নেট রানরেট +১.৯৫০

• ওয়েস্ট ইন্ডিজ ৪ ম্যাচে ৪ পয়েন্ট। নেট রানরেট -০.৩১৩

• আয়ারল্যান্ড ৩ ম্যাচে ৪ পয়েন্ট। নেট রানরেট -১.১৩৭

পুল এ-তে প্রথম চার দল

• নিউজিল্যান্ড ৪ ম্যাচে ৮ পয়েন্ট। নেট রানরেট +৩.৫৮৯

• শ্রীলঙ্কা ৪ ম্যাচে ৬ পয়েন্ট। নেট রানরেট +০.১২৮

• বাংলাদেশ ৩ ম্যাচে ৩ পয়েন্ট। নেট রানরেট +০.১৩০

• অস্ট্রেলিয়া ৩ ম্যাচে ৩ পয়েন্ট। নেট রানরেট -০.৩০৫

• অস্ট্রেলিয়ার খেলা বাকি আফগানিস্তান, শ্রীলঙ্কা, স্কটল্যান্ডের সঙ্গে। শ্রীলঙ্কা ম্যাচে হারলে ক্লার্কদের তিনে শেষ করার সম্ভাবনা।

• দক্ষিণ আফ্রিকা এ দিন নেট রানরেট অনেকটাই বাড়িয়ে নিয়েছে।

ভারত ওয়েস্ট ইন্ডিজের কাছে বড় ব্যবধানে হারলে দক্ষিণ আফ্রিকা গ্রুপে এক নম্বর হতে পারে। সেক্ষেত্রে ভারত-অস্ট্রেলিয়া কোয়ার্টার ফাইনালের একটা সম্ভাবনা থাকছে।

• ইংল্যান্ডের (৪ ম্যাচে ২ পয়েন্ট) খেলা বাকি বাংলাদেশ, আফগানিস্তানের সঙ্গে। তারাও চারে শেষ করে ভারতের সামনে পড়তে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন