কোজিকোড়ে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডিনহো। রবিবার। ছবি: পিটিআই।
দুবাই থেকে কোচি। সেখান থেকে হেলিকপ্টারে কোঝিকোড়। ততক্ষণে উপচে পড়েছে ভিড়। ২০০২ বিশ্বকাপ চ্যাম্পিয়নকে দেখতে। রোনাল্ডিনহো দেখতে। চোখে সানগ্লাস, মাথায় ফেট্টি, সাদা শার্টের নায়কের ভিড়ের চাপে বিমানবন্দর থেকে গাড়িতে ওঠা সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। বিমানবন্দর থেকে তাঁকে হোটেলে নিয়ে যাওয়া হয় ৫০০ বাইকের মিছিলে। ব্রাজিলের তারকা ভারতে এসেছেন ২১ বছর পর ফের শুরু হওয়া নাগজি ফুটবল টুর্নামেন্টের প্রচারে। যা শুরু হবে ৫ ফেব্রুয়ারি।