ভক্তদের খোলা চিঠি কেকেআরের

টানা হারের দুঃস্বপ্ন কাটিয়ে জয়ের রাস্তায় ফিরেছে কলকাতা নাইট রাইডার্স। পরপর চার ম্যাচে হারের পরে দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে বুধবার জেতায় আইপিএল সেভেনে শেষ চারের আশা এখনও বেঁচে আছে নাইট সংসারে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ মে ২০১৪ ০৩:০১
Share:

শুক্রবার ভুবনেশ্বরে পা দিলেন নাইটরা। সূর্যকুমার যাদবের হোটেল-রুমের নম্বর আবার তাঁর জার্সির নম্বরের সঙ্গে মিলে গিয়েছে। যা নিয়ে উচ্ছ্বসিত সূর্য ধন্যবাদ জানিয়ে টুইট করলেন নাইট ম্যানেজমেন্টকে।

টানা হারের দুঃস্বপ্ন কাটিয়ে জয়ের রাস্তায় ফিরেছে কলকাতা নাইট রাইডার্স। পরপর চার ম্যাচে হারের পরে দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে বুধবার জেতায় আইপিএল সেভেনে শেষ চারের আশা এখনও বেঁচে আছে নাইট সংসারে।

Advertisement

ঘরের মাঠ ইডেনে নামতে এখনও বাকি প্রায় দশ দিন। তবে তার আগে ভক্তদের সমর্থন যাতে হাতছাড়া না হয়ে যায়, তার জন্য অভিনব পদক্ষেপ করল নাইট ম্যানেজমেন্ট। পদক্ষেপ বলতে, ভক্তদের খোলা চিঠি। যা এ দিন পোস্ট করা হয়েছে কেকেআরের সরকারি ওয়েবসাইটে। নাইটদের পক্ষ থেকে সমর্থকদের বলা হয়েছে, তাঁরা যেন টিমের পাশে থাকেন।

চিঠির বয়ান এ রকম: আপনারা কি কখনও ক্লাস টেস্টে খারাপ ফল করেননি? বা কোনও ইন্টারভিউয়ে সফল হতে পারেননি? আমরা সকলেই কি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাইনি? অবশ্যই গিয়েছি। কিন্তু তাই বলে কি আপনার শুভাকাঙ্খীরা আপনাকে ছেড়ে চলে গিয়েছেন? না, তাই তো? রাজস্থান ম্যাচ হারার পর টিম মালিক শাহরুখ খান ব্যঙ্গ করে টুইট করেছিলেন, ‘দলগত প্রচেষ্টায় ম্যাচটা হারলাম!’ ক্যাপ্টেন গম্ভীরও বলতে বাধ্য হয়েছিল, “আমি কখনও এ রকম ক্রিকেট দেখিনি।” বলে ও শপথ নিয়েছিল, এ বার ঘুরে দাঁড়াব। দিল্লির বিরুদ্ধে ঠিক সেটাই করেছে কেকেআর। রবিবার পঞ্জাবের সামনে সম্ভবত আমাদের সবচেয়ে বড় যুদ্ধ। নাইটরা নিজেদের সেরাটা দেবে, কিন্তু ভক্তদের ভালবাসা আর সমর্থনও দরকার টিমের। তাই এখনই নিজেদের সোনালি-বেগুনি জার্সিগুলো ফেলে দেবেন না। কারণ এ বারও আমরা শহরে কাপটা আনতে চাই!

Advertisement

চিঠির ‘লিঙ্ক’ পোস্ট করে টুইট করেছেন নাইট মালিক শাহরুখও। তিনি লিখেছেন, ‘টিমের সামনে প্রথম কাজ, নিজেদের দায়িত্ব মেনে নেওয়া। তার পর সেটার মোকাবিলা করে নিজের সম্মানের খাতিরে পাল্টা লড়াই করা।’ শাহরুখ আরও বলেছেন, ‘প্রতি বারের মতো এ বারও হারের জন্য নিজেদের ছাড়া বাকি কাউকে দোষ দেওয়ার নেই। কিন্তু আমরা প্রতিজ্ঞা করছি, নিজেদের সেরাটা দেব।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন