মোগাকে শনিবার আই লিগ ম্যাচে নামানো নিয়ে দ্বিধায় আর্মান্দো

আই লিগকে আর লিগ হিসেবে নয়, বরং নক আউট টুর্নামেন্ট ভেবেই এগোতে চাইছে ইস্টবেঙ্গল। রবিবার মোহনবাগানকে হারিয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে বেঙ্গালুরু এফসি এখন অনেকটাই এগিয়ে লিগ খেতাবের দৌড়ে। কিন্তু ইস্টবেঙ্গলের যে একেবারে আশা নেই, সেটাও নয়। বেঙ্গাালুরু পয়েন্ট নষ্ট করল, বাকি চারটে ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট তুলতে পারলে এখনও খেতাব জয়ের স্বপ্ন দেখতে পারেন চিডি-মোগারা। সোমবার প্র্যাকটিসের পরে লাল-হলুদের সহ-অধিনায়ক হরমনজ্যোৎ সিংহ খাবড়া বলছিলেন, “আর পয়েন্ট নষ্ট করার জায়গায় নেই আমরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৪ ০২:৩৮
Share:

আই লিগকে আর লিগ হিসেবে নয়, বরং নক আউট টুর্নামেন্ট ভেবেই এগোতে চাইছে ইস্টবেঙ্গল। রবিবার মোহনবাগানকে হারিয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে বেঙ্গালুরু এফসি এখন অনেকটাই এগিয়ে লিগ খেতাবের দৌড়ে। কিন্তু ইস্টবেঙ্গলের যে একেবারে আশা নেই, সেটাও নয়। বেঙ্গাালুরু পয়েন্ট নষ্ট করল, বাকি চারটে ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট তুলতে পারলে এখনও খেতাব জয়ের স্বপ্ন দেখতে পারেন চিডি-মোগারা। সোমবার প্র্যাকটিসের পরে লাল-হলুদের সহ-অধিনায়ক হরমনজ্যোৎ সিংহ খাবড়া বলছিলেন, “আর পয়েন্ট নষ্ট করার জায়গায় নেই আমরা। পরের ম্যাচগুলো থেকেও আমাদের তিন পয়েন্ট চাই-ই চাই।”

Advertisement

তবে ইস্টবেঙ্গলের রাস্তায় সবচেয়ে বড় কাঁটা হল চোট-আঘাতের সমস্যা। যার ধাক্কায় নাজেহাল অবস্থা কোচ আর্মান্দো কোলাসোর। এ দিন লাল-হলুদ কোচ বলছিলেন, “কী ভাবে কী সামাল দেব, বুঝতে পারছি না। এক জন সুস্থ হচ্ছে তো আর এক জনের চোট লেগে যাচ্ছে। ইস্টবেঙ্গলের প্রি-সিজন ট্রেনিং এতটাই জঘন্য হয়েছে যে কিছু বলার নেই।” আর্মান্দোর জন্য অবশ্য সুখবর, প্রায় এক মাস বাদে পুরো টিমের সঙ্গে প্র্যাকটিস করলেন মেহতাব হোসেন। লাল-হলুদ অধিনায়ক বললেন, “আমার কোনও অসুবিধা হচ্ছে না। আশা করছি, পুণে ম্যাচে খেলতে পারব।” মেহতাবের সঙ্গে অনুশীলন করলেন জেমস মোগাও। কুচকির চোটে আগের মহমেডান ম্যাচে তাঁকে পাওয়া যায়নি। তবে পুণে ম্যাচে দু’জনের খেলা নিয়ে খুব একটা আশাবাদী নন কোলাসো। তাঁর যুক্তি, “মোগা-মেহতাব প্র্যাকটিসে নামলেও, এখনও পুরো ম্যাচ ফিট নয়। শনিবারের ম্যাচে দু’জনকে পাওয়া যাবে কি না জানি না। তবে তুলুঙ্গা পুরো ফিট।” ইস্টবেঙ্গল কোচের জন্য অবশ্য আরও খারাপ খবর, চিডির চোট। এমআরাই রিপোর্টে তাঁকে অন্তত চার দিন বিশ্রাম নিতে বলা হয়েছে। স্বস্তি একটাই নাইজিরিয়ান গোলমেশিনের হাড়ে কোনও কোনও চিড় ধরে নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন