এখনও হাঁটুতে আইসপ্যাক

রোনাল্ডোকে চাপে রাখার কৌশল শুরু হয়ে গেল

বিশ্বকাপের ঘণ্টা বাজতে না বাজতেই আক্রমণের বুলেট ছোড়া শুরু হয়ে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। সিআরসেভেনকে মনস্তাত্ত্বিক চাপে রাখার ময়দানে নেমে পড়েছেন যুরগেন ক্লিন্সম্যান থেকে ফিলিপ লাম। এর মধ্যে আবার ব্রাজিলে পা দেওয়ার পর টিমের প্র্যাকটিসে পুরোপুরি গা ঘামাতে দেখা গেল না রোনাল্ডোকে। পর্তুগিজ সমর্থকরা যা নিয়ে দুঃশ্চিন্তায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ জুন ২০১৪ ০৩:৪১
Share:

যাঁকে নিয়ে উন্মাদনা থামার নয়। হংকং শপিংমল-এ বিশাল পুতুল।

বিশ্বকাপের ঘণ্টা বাজতে না বাজতেই আক্রমণের বুলেট ছোড়া শুরু হয়ে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। সিআরসেভেনকে মনস্তাত্ত্বিক চাপে রাখার ময়দানে নেমে পড়েছেন যুরগেন ক্লিন্সম্যান থেকে ফিলিপ লাম। এর মধ্যে আবার ব্রাজিলে পা দেওয়ার পর টিমের প্র্যাকটিসে পুরোপুরি গা ঘামাতে দেখা গেল না রোনাল্ডোকে। পর্তুগিজ সমর্থকরা যা নিয়ে দুঃশ্চিন্তায়।

Advertisement

হাল্কা স্ট্রেচিং করার পর রোনাল্ডোকে হাঁটুতে আইসপ্যাক নিয়ে বসে থাকতেও দেখা যায়। তবে সাম্বার দেশে রোনাল্ডোকে নিয়ে ভক্তদের পাগলামি কোন পর্যায়ে পৌঁছতে পারে তার ইঙ্গিত প্রথম দিনই স্পষ্ট হয়ে গেল। যার শুরু সিআর সেভেনের জার্সির রঙে এক মহিলা টিভি সঞ্চালকের ‘বডি পেন্ট’ করা দিয়ে। যা নিয়ে রীতিমতো হইচই পড়ে যায়। রোনাল্ডোর মহিলা ভক্তের এত খাটাখাটনির উদ্দেশ্য একটাই, ‘যদি নায়কের নজরে পড়ে’।

ব্রাজিলে পা দেওয়ার পর রোনাল্ডোরা বৃহস্পতিবারই প্রথম প্র্যাকটিস করতে নেমেছিল ক্যাম্পিনাস স্টেডিয়ামে। হাজার দশেক দর্শক রোনাল্ডোদের স্টেডিয়ামে আসার আগে থেকেই অপেক্ষা করছিলেন। প্র্যাকটিস শুরু হওয়ার পর রোনাল্ডোকে দেখতে গিয়ে এক দর্শক স্ট্যান্ড থেকে নীচে পড়ে যান। পেশায় চিয়ার লিডার সেই তরুণীকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Advertisement


ভক্তের পাগলামিতে যেন
মুখ ঢেকেছেন নায়ক।


প্র্যাকটিসে মাঠে ঢুকে পড়া ভক্তকে
আটকাচ্ছেন নিরাপত্তারক্ষী।

এক মহিলা সমর্থক আবার হঠাৎ নিরাপত্তাবেষ্টনী ভেঙে মাঠে ঢুকে পড়েন। রোনাল্ডোর কাছাকাছি যাওয়ার আগেই অবশ্য তাঁকে আটকান নিরাপত্তারক্ষীরা। তবে প্র্যাকটিস শেষে সমর্থকদের অটোগ্রাফের আবদার ফেলতে পারেননি রোনাল্ডো। সমর্থকদের দিকে জার্সি খুলে ছুড়েও দেন।

সিআর সেভেনের সমর্থকরা তাঁর মাঠে নামা নিয়ে আশঙ্কায় থাকলেও বিপক্ষ অবশ্য পর্তুগালের সবচেয়ে বড় অস্ত্রকে চাপে রাখার কম চেষ্টা করছে না। জার্মান অধিনায়ক লাম আগেই ‘ক্রিশ্চিয়ানো নিশ্চয়ই আমাদের বিরুদ্ধে জিততে মরিয়া হয়ে থাকবে’, বলে কাজটা শুরু করে দিয়েছিলেন। এ বার মার্কিন যুক্তরাষ্ট্রের কোচ য়ুরগেন ক্লিন্সম্যান আবার হুঙ্কার ছাড়ছেন, ‘রোনাল্ডোকে রোখার উপায় আমাদের জানা আছে’। ক্লিন্সম্যানের টিম বিশ্বকাপের অভিযান শুরু করবে সোমবার ঘানার বিরুদ্ধে। এর পর মানাউসে রোনাল্ডোর পর্তুগালের সঙ্গে লড়াই তাঁদের।

প্রাক্তন জার্মান কোচ মহারণের আগেই বিপক্ষের সেরা অস্ত্রকে নিয়ে বলে দেন, “আমাদের কাজটা খুব সহজ। রোনাল্ডোকে আটকে দাও। ম্যাচটা রোনাল্ডোর জন্য দুঃস্বপ্ন করে তোলার উপার আমাদের জানা আছে।”

ছবি: রয়টার্স

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন