কোয়ার্টার ফাইনালে সেরেনা

রোরিকে পাল্টা জবাব ওজনিয়াকির

প্রায় দু’বছর পর ক্যারোলিন ওজনিয়াকি যুক্তরাষ্ট্র ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠলেন রবিবার। অঘটনই। হারিয়েছেন যে মারিয়া শারাপোভাকে! বাছাই তালিকায় ডেনমার্কের দশ নম্বরের থেকে রুশ তারকা পাঁচ ধাপ এগিয়ে ছিলেন। একই দিনে প্রি-কোয়ার্টারে উঠেছেন রজার ফেডেরারও। সুইস মহাতারকা প্রথম সেট খুইয়ে স্পেনের মার্সেল গ্রনোলার্সকে হারান ৪-৬, ৬-১, ৬-১, ৬-১।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৪ ০১:২৬
Share:

চেনা মেজাজে। ছবি: এএফপি

প্রায় দু’বছর পর ক্যারোলিন ওজনিয়াকি যুক্তরাষ্ট্র ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠলেন রবিবার। অঘটনই। হারিয়েছেন যে মারিয়া শারাপোভাকে! বাছাই তালিকায় ডেনমার্কের দশ নম্বরের থেকে রুশ তারকা পাঁচ ধাপ এগিয়ে ছিলেন। একই দিনে প্রি-কোয়ার্টারে উঠেছেন রজার ফেডেরারও। সুইস মহাতারকা প্রথম সেট খুইয়ে স্পেনের মার্সেল গ্রনোলার্সকে হারান ৪-৬, ৬-১, ৬-১, ৬-১।

Advertisement

ওজনিয়াকির প্রায় দু’ঘণ্টা ৪০ মিনিটের লড়াইয়ে ৬-৪, ২-৬, ৬-২ জয়টা আরও একটা দিক থেকে তাৎপর্যপূর্ণ। মাস তিনেক আগে গল্ফ তারকা রোরি ম্যাকিলরয়ের সঙ্গে সম্পর্ক ভাঙার পর এই প্রথম গ্র্যান্ড স্লামের শেষ চারে উঠলেন ড্যানিশ গ্ল্যামার গার্ল। সেই রোরি, যিনি সম্পর্কে ইতি টানার পর পিজিএ চ্যাম্পিয়নশিপ জিতে বলেছিলেন ওজনিয়াকির সঙ্গে বিচ্ছেদে তাঁর কেরিয়ারে ভালই হয়েছে।

রোরিও এখন যুক্তরাষ্ট্রেই। নিউ ইয়র্ক থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরে গল্ফ চ্যাম্পিয়নশিপে খেলছেন। দুরন্ত ফর্মেও আছেন। ওজনিয়াকির কোয়ার্টার ফাইনালে ওঠার খবরটাও কি পেয়েছেন? জানা নেই। তবে ওজনিয়াকি কিন্তু প্রি-কোয়ার্টারে ওঠার পরই বলে দিয়েছিলেন প্রতি ম্যাচে তিনি এখন আরও ভাল খেলছেন। মানে ঠারেঠোরে রোরিকে পাল্টা জবাব দেওয়া আর কী। শেষ চারে সারা ইরানির সামনে পড়া ড্যানিশ তারকা বলে দেন, “এই জয়টা আমার কাছে প্রচণ্ড মূল্যবান। এ বছরে অনেক ওঠা-পড়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে। তারই মধ্যে মারিয়ার মতো চ্যাম্পিয়নকে হারানোটা আমার জন্য অবিশ্বাস্য অনুভূতি!”

Advertisement

শুধু কি তাই! দিন দুই আগে মার্কিন তারকা জন ইসনারের ম্যাচ চলাকালীন ওজনিয়াকি একটা ছবিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। নিজের প্রিয় পোষ্যর টিভিতে ম্যাচটা দেখার ছবি। আর লেখেন, ‘ব্রুনো আজ ম্যাচ জিততে ইসনারকে চিয়ার করছে।’ যার পরই প্রশ্ন উঠে যায় রোরিকে ঈর্ষান্বিত করতেই কি ছবিটা পোস্ট করা? ইসনার অবশ্য তৃতীয় রাউন্ডের বেশি এগোতে পারেননি। এখনও গ্র্যান্ড স্ল্যাম অধরা প্রাক্তন বিশ্বসেরা ওজনিয়াকির। সেই খরা কি এখানে কাটাতে পারবেন?

শেষ আটে গেলেন মেয়েদের শীর্ষবাছাই সেরেনা উইলিয়ামসও। মার্কিন তারকা ৬-৩, ৬-৩ এস্তোনিয়ার কাইয়া কানেপিকে উড়িয়ে দেওয়ার পর বোঝা যায় কোয়ার্টার ফাইনালে ওঠা নিয়ে কতটা চাপে ছিলেন। সেরেনা বলে দেন, “একটাই ব্যাপার ভাল লাগছে, এ মরসুমে এই প্রথম কোনও গ্র্যান্ড স্ল্যামের কোয়র্টার ফাইনালে উঠতে পেরেছি!” তাঁর সামনে এ বার ইতালির একাদশ বাছাই ফ্লাভিয়া পেনেত্তার চ্যালেঞ্জ। সেরেনা বলেছেন, “পেনেত্তার কোর্টে নড়াচড়া বেশ ভাল। তবে এই মুহূর্তে আমি শুধু নিজের টেনিসটা উপভোগ করার কথা ভাবছি।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন