শ্রীনিবাসনের আইসিসি-তে যাওয়া আটকাল না সুপ্রিম কোর্ট

আইসিসি-র চেয়ারম্যান পদে বসার আগে নারায়ণস্বামী শ্রীনিবাসনের সামনে যে শেষ আইনি বাধা ছিল, তাও কার্যত দূর হয়ে গেল। ফলে ২৩ থেকে ২৭ জুন মেলবোর্নে বিশ্ব ক্রিকেট প্রশাসনের বার্ষিক সভায় তাঁর আইসিসি-র সর্বোচ্চ আসনে বসা প্রায় নিশ্চিত হয়ে গেল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুন ২০১৪ ০৪:১২
Share:

আইসিসি-র চেয়ারম্যান পদে বসার আগে নারায়ণস্বামী শ্রীনিবাসনের সামনে যে শেষ আইনি বাধা ছিল, তাও কার্যত দূর হয়ে গেল। ফলে ২৩ থেকে ২৭ জুন মেলবোর্নে বিশ্ব ক্রিকেট প্রশাসনের বার্ষিক সভায় তাঁর আইসিসি-র সর্বোচ্চ আসনে বসা প্রায় নিশ্চিত হয়ে গেল।

Advertisement

শ্রীনির আইসিসি চেয়ারম্যান পদে বসার উপর স্থগিতাদেশের আবেদন করে যে শেষ চেষ্টা করেছিল বিহার ক্রিকেট সংস্থা, সেই আবেদন শুনলই না সুপ্রিম কোর্ট। বিচারপতি জে এস খেহর ও বিচারপতি সি নাগাপ্পনের এজলাসে এই আবেদন জমা পড়ার পর তাঁরা জানিয়ে দেন, এপ্রিলে যে অন্তর্বর্তী রায় দেওয়া হয়েছিল, তার পর আর এই আবেদন গ্রাহ্য করা সম্ভব নয়। বোর্ডের প্রেসিডেন্ট পদে ফিরতে চেয়ে শ্রীনির আবেদন নাকচ করে দিয়ে এপ্রিলে বিচারপতি এ কে পট্টনায়েক ও বিচারপতি ইব্রাহিম কলিফুল্লাহ জানিয়ে দিয়েছিলেন, শ্রীনিবাসনের আইসিসি চেয়ারম্যান পদে বসার বিরুদ্ধে আবেদন তাঁরা শুনবেন না। সেই পর্যবেক্ষণ বহাল রইল এই এজলাসেও।

তবে বিহার ক্রিকেট সংস্থা যে লড়াই ছাড়ছে না, তার ব্যাখ্যা দিয়ে তাদের কৌঁসুলি নলিনী চিদাম্বরম বলেন, “এর মানে এই নয় যে, শ্রীনিবাসনের আইসিসি চেয়ারম্যান পদে বসায় আদালতের সায় রয়েছে। ১৬ জুন আমরা ফের এই ব্যাপারে শুনানির আবেদন জানাব।” তবে ওয়াকিবহাল মহলের ধারণা, ফের শুনানির আবেদন করেও কোনও লাভ হবে না। আইসিসি যেহেতু এক আন্তর্জাতিক সংগঠন, তাই এই সংগঠনের উপর সরাসরি সুপ্রিম কোর্টের আইনি প্রভাব থাকার কথা নয়। তা ছাড়া আইসিসি-র গঠনতন্ত্রে যেহেতু রয়েছে, কারও অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত সে আইসিসি-র পদে বসতে পারে। তাই শ্রীনিকে আইসিসি সদস্যরাও আটকাতে পারবে না বলেই ক্রিকেটের বিশ্ব প্রশাসক সংস্থার একাংশের ধারণা।

Advertisement

ভারত-বাংলাদেশ হয়তো ডিডি স্পোর্টসে: বিশ্বকাপ ঝড়ে প্রায় নুয়ে পড়া ভারত-বাংলাদেশ সিরিজ বাণিজ্যিক ভাবে কতটা গুরুত্বহীন, তা টিভি সম্প্রচার সংস্থাগুলির গতিবিধি দেখেই বোঝা যাচ্ছে। আগামী সপ্তাহে এই সিরিজের সরাসরি সম্প্রচার ভারতে কোনও টিভি চ্যানেলে আদৌ হবে কি না, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তার নিশ্চয়তা পাওয়া গেল না। শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেটের মান বাঁচাতে আসরে নেমেছে দূরদর্শন।

বাংলাদেশের বোর্ডের অনুমোদিত টিভি সংস্থা গাজি টিভি স্টার স্পোর্টস ও সোনি টিভিকে ভারতে সম্প্রচার স্বত্ত্ব প্রায় পাঁচ কোটি টাকায় বিক্রি করতে চাইলেও তারা তাতে রাজি হয়নি। দূরদর্শনকে একই প্রস্তাব দিলে তারাও প্রথমে না করে দেয়। তবে শুক্রবার আলোচনায় বসতে রাজি হয় দূরদর্শন। শনিবার এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দূরদর্শন কর্তৃপক্ষ। শুক্রবার রাতে ডিডি স্পোর্টস সূত্রে জানা গেল, শেষ পর্যন্ত রায়নাদের বাংলাদেশ সফর ডিডি স্পোর্টসে দেখার সম্ভাবনা রয়েছে।

সকালে ভারতীয় দলের অধিনায়ক সুরেশ রায়না ঢাকা পৌঁছে সংবাদমাধ্যমকে এড়িয়ে যান। বাংলাদেশ শিবির অবশ্য বলেছে, ভারতের তারকাদের অনুপস্থিতিকে কাজে লাগানোর চেষ্টা করবে তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement