শরীরী ভাষা বদলে গিয়েছে, দাবি পাকিস্তানের

আমিরশাহিকে ১২৯ রানে হারিয়ে পাকিস্তান কোচ ওয়াকার ইউনিস হুঙ্কার ছুড়লেন দক্ষিণ আফ্রিকাকে! বিশ্বকাপে এ বার যখন চারশো-তিনশো রান হামেশা উঠছে, তখন তাদের চতুর্থ ম্যাচে এসে প্রথম তিনশো রানের ইনিংস গড়েও মিসবাদের জয় নিরঙ্কুশ কর্তৃত্বপূর্ণ নয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৫ ০৩:৪৭
Share:

টানা দু’ম্যাচে জয়। হাসিমুখে মাঠ ছাড়ছেন আফ্রিদি-মিসবারা। ছবি: এপি।

আমিরশাহিকে ১২৯ রানে হারিয়ে পাকিস্তান কোচ ওয়াকার ইউনিস হুঙ্কার ছুড়লেন দক্ষিণ আফ্রিকাকে! বিশ্বকাপে এ বার যখন চারশো-তিনশো রান হামেশা উঠছে, তখন তাদের চতুর্থ ম্যাচে এসে প্রথম তিনশো রানের ইনিংস গড়েও মিসবাদের জয় নিরঙ্কুশ কর্তৃত্বপূর্ণ নয়।

Advertisement

ম্যান অব দ্য ম্যাচ শেহজাদের ৯৩, ক্যাপ্টেন মিসবা উল হকের মারকুটে ৬৫ (৪৯ বলে), তরুণ হ্যারিস সোহেলের ৭০ এবং শাহিদ আফ্রিদির অবশেষে স্লগে ব্যাটে-বলে ঘটায় (৭ বলে ২৩*) পাকিস্তান তোলে ৩৩৯-৬। কিন্তু তাদের বোলাররা আমিরশাহিকে অলআউট করতে পারেননি। বরং পাক-জাত এবং এখনও যাঁর পরিবারের লোকজন পাকিস্তানে থাকেন, সেই আনোয়ার টুর্নামেন্টের দ্বিতীয় হাফসেঞ্চুরি (৬২) করে বলেছেন, “পাকিস্তানে আমার পরিবারকে গর্বিত করলাম। আমার নিজের দেশের বোলারদের খেলতে মোটেই ভয় পাইনি।” আমিরশাহি অধিনায়ক তাকির আবার জানান, টিমমেটরা আনোয়ারকে ডাকেন ‘স্যর ভিভ’! এমনকী আট নম্বর ব্যাটসম্যান জাভেদ ৩৩ বলে ৪০ করায় আমিরশাহি ২১০-৮ শেষ করে। তাদের বোলিংয়েও শ্রীলঙ্কা-জাত বাঁহাতি পেসার গুরুগে চার উইকেট তুলে নিয়ে বলেছেন, “কোনও টেস্ট খেলিয়ে দেশের বিরুদ্ধে এমন করব ভাবিইনি।” এবং কৃতিত্ব দিয়েছেন আমিরশাহির কোচ, প্রাক্তন পাক তারকা পেসার আকিব জাভেদকে।

তাই হয়তো ‘বিভীষণ’দের হারিয়ে পুল এ-তে চার নম্বরে উঠে কোয়ার্টার ফাইনাল-দৌড়ের লেনে ঢুকে পড়ার উচ্ছ্বাসে পাকিস্তান শিবিরকে বুধবার নেপিয়ারে আচমকা টগবগে দেখাচ্ছে। যদিও ব্রায়ান লারার মনে হচ্ছে, পাকিস্তান দলের পুরোপুরি ঘুম ভাঙা দরকার। “ওদের টিমের কয়েক জন সিনিয়র প্লেয়ার যেন এখনও ঘুমোচ্ছে!” বলেছেন লারা।

Advertisement

এখন ওয়েস্ট ইন্ডিজের সমান চার ম্যাচে ৪ পয়েন্ট পাকিস্তানের। সামান্য রানরেটে এগিয়ে থেকে ক্যারিবিয়ানরা তিনে। কিন্তু ওয়াকার ম্যাচ শেষে বলে দেন, “দুটো হারের পর টানা দুটো জয় পেয়ে নিজেদেরকে হাঁফছাড়া অবস্থায় লাগছে। টিমের শরীরী ভাষা বদলে গিয়েছে। আমাদের নক আউটে ওঠাটা যদিও এখনও ওপেন। সে জন্য শনিবার অকল্যান্ডে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ব। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে ঝাঁপিয়ে পড়তেই হবে। ওটাই আসল ম্যাচ আমাদের। ওটাকে নক আউট ম্যাচ ভেবে খেলব।”

যদিও ‘আসল ম্যাচে’ পাকিস্তান মহম্মদ ইরফানকে পাবে কি না তা নিয়ে প্রশ্ন আছে। এ দিন সাত ফুট এক ইঞ্চির বাঁ-হাতি পেসারের তিন ওভার বল করার পর কোমরের পেশিতে টান ধরে। যা নিয়ে প্রাক্তন পাক ফাস্ট বোলার ওয়াকারের প্রতিক্রিয়া, “মনে হচ্ছে গুরুতর কিছু নয়। দু’-একদিন না কাটলে কিছু বলা যাচ্ছে না। আশা করছি শনিবার ওকে পাব।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন