ফ্রেডেরিক পিকিয়ন।
প্রশ্ন: মুম্বই সিটির শুরুটা ভাল হয়নি। টানা তিনটে ম্যাচে জয়ের পরে টিমে আত্মবিশ্বাসটা ফিরল?
পিকিয়ন: অবশ্যই। কিন্তু সেমিফাইনালে পৌঁছতে হলে টেবলে আরও পয়েন্ট যোগ করা দরকার।
প্র: আপনার ফরোয়ার্ড সঙ্গী সুনীল ছেত্রী দুর্দান্ত ফর্মে। সুনীলকে কী রকম মনে হল?
পিকিয়ন: দুর্দান্ত। ও খুব ধূর্ত ফুটবলার। আমার তো মনে হয়, সুনীল ইউরোপে খেলার ক্ষমতা রাখে। অবাক হব না যদি আইএসএল শেষ হলে ইউরোপের কোনও ক্লাব সুনীলকে নিয়ে আগ্রহ দেখায়।
প্র: আটলেটিকো দে কলকাতায় জোসেমি, পস্টিগার মতো ফুটবলারদের চোট। সুবিধে হবে?
পিকিয়ন: সে ভাবে ভাবছি না। বরং বলব ওঁরা ভাল টিম। ভাল লড়াই হবে।
প্র: আপনার মুম্বইয়ে আসার কারণ কি নিকোলাস আনেলকা?
পিকিয়ন: হ্যাঁ। আনেলকা আমার খুব ভাল বন্ধু। ও যখন মুম্বইয়ে আসার প্রস্তাব দিল, না করতে পারলাম না।
প্র: বোঝা গেল। কিন্তু বন্ধু আনেলকাকে সরিয়ে যদি কোচ আনেলকা নিয়ে বলতে হয়, কী বলবেন?
পিকিয়ন: বলব, আনেলকা দারুণ কোচ। ও খেলাটা খুব ভাল বোঝে। নিজেও বিশ্বের সেরা কোচদের পেয়েছে খেলার সময়।
প্র: আপনি, ফ্লোরেন্ট মালুদা, বার্নার্ড মেন্ডি, আনেলকা, আর্নোলিন। গত বার পিরেস ও ত্রেজেগুয়ে। ফরাসিদের আইএসএল নিয়ে এত আগ্রহের কারণ কী?
পিকিয়ন: নির্দিষ্ট কোনও কারণ নেই। তবে এটা ঠিক যে, ফ্রান্সে আইএসএল নিয়ে ভাল আগ্রহ আছে। আসলে এই টুর্নামেন্টটা খুব পেশাদার ভাবে চালানো হয়। আমি তো ফ্রান্সে ফিরে আইএসএল নিয়ে আগ্রহটা আরও বাড়ানোর চেষ্টা করব।
প্র: ওয়েস্ট হ্যাম, লিয়ঁর মতো ক্লাবে খেলেছেন। ভারতীয় ফুটবলের স্টাইলের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে না?
পিকিয়ন: কে হবে? এই টিমের অনেককেই আমি চিনি। অসুবিধে হওয়ার তো কথা নয়।
প্র: নিজের পারফরম্যান্স নিয়ে কী বলবেন?
পিকিয়ন: আমি এখনও দুটো গোল করেছি। আশা করছি আরও বেশি করব।
প্র: আইএসএলের অর্ধেক প্রায় শেষ। ফেভারিট কাকে মনে হচ্ছে?
পিকিয়ন: বলা মুশকিল। সব দলই ভাল। কিন্তু আমার বাজি আমার দলই। আমরা চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা রাখি।