সুভাষের কথা মেনে গার্সিয়ার সঙ্গে চুক্তি মোহনবাগানের

লালকমল ভৌমিক, শৌভিক চক্রবর্তীদের পর এ বার ইউনাইটেডের প্রাক্তন ফিজিক্যাল ট্রেনার গার্সিয়ার সঙ্গে এক বছরের চুক্তি করে ফেলল মোহনবাগান। ক্লাবের সহ-সচিব সৃঞ্জয় বসু রবিবার বলে দেন, “গার্সিয়ার সঙ্গে আমাদের চূড়ান্ত কথা হয়ে গিয়েছে। এক বছরের চুক্তি করেছি আমরা।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ মে ২০১৪ ০৩:১৭
Share:

লালকমল ভৌমিক, শৌভিক চক্রবর্তীদের পর এ বার ইউনাইটেডের প্রাক্তন ফিজিক্যাল ট্রেনার গার্সিয়ার সঙ্গে এক বছরের চুক্তি করে ফেলল মোহনবাগান। ক্লাবের সহ-সচিব সৃঞ্জয় বসু রবিবার বলে দেন, “গার্সিয়ার সঙ্গে আমাদের চূড়ান্ত কথা হয়ে গিয়েছে। এক বছরের চুক্তি করেছি আমরা।”

Advertisement

সুভাষ ভৌমিক টিডি হওয়ার পর থেকেই গার্সিয়ার নাম ময়দানে শোনা যাচ্ছিল। রবিবার সরকারি ভাবে তাতে শিলমোহর পড়ল। এর আগে টানা পাঁচ বছর ইউনাইটেডের ফিজিক্যাল ট্রেনার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেছেন গার্সিয়া। গত মরসুমে অবশ্য আর্থিক সমস্যার জন্য ইউনাইটেড নতুন করে গার্সিয়ার সঙ্গে চুক্তি করতে পারেনি। সে জন্য সাও পাওলোর একটি স্থানীয় ক্লাবের সঙ্গে গত মরসুমে যুক্ত ছিলেন তিনি। তবে সুভাষ ভৌমিক টিডি হওয়ার পরই গার্সিয়াকে কলকাতায় ফিরিয়ে আনতে উদ্যোগী হন। ফিজিক্যাল ট্রেনারের সঙ্গে সঙ্গে গার্সিয়ার কোচিং লাইসেন্সও রয়েছে। তবে মোহনবাগান মূলত গার্সিয়াকে নিযুক্ত করেছে স্ট্রেনথ ট্রেনার হিসেবেই।

এ দিকে বিলালকে পাওয়ার সম্ভাবনা নেই বলে ইচের পরিবর্ত হিসেবে অনেক নামই এই মুহূর্তে গঙ্গা পারের ক্লাবে ভেসে উঠেছে। ইউনাইটেডের বেলো রজ্জাক, মহমেডানের লুসিয়ানোরা মোহনবাগানের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগও করেছেন। সূত্রের খবর, নতুন বিদেশি ডিফেন্ডারদের সঙ্গে বেলোদেরও না কি ট্রায়ালে দেখে নিতে চান বাগানের নতুন টিডি। ইউনাইটেডের ধনচন্দ্রের সঙ্গেও সবুজ-মেরুন কর্তাদের অনেকদূর কথা এগিয়েছে বলে খবর। মোহনবাগান কর্তাদের দাবি এ দিন রাতে ইম্ফল থেকে ফিরে এসে তাঁদের হয়ে সই করেছেন ধনচন্দ্র। ইস্টবেঙ্গলের কিপার গুরপ্রীত সিংহ সান্ধু বেঙ্গালুরু এফসি-র সঙ্গে চূড়ান্ত করে ফেলেছেন। শোনা যাচ্ছে শেষ পর্যন্ত নওবা, বলজিৎদেরও ছেড়ে দিচ্ছে ইস্টবেঙ্গল।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন