সিরিজ জেতাই লক্ষ্য ঢাকার, যুদ্ধ যুদ্ধ খেলা নয়

নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের পর যে মৈত্রীর আবহ তৈরি হয়েছে বাইশ গজের ভিতরে ও বাইরে যাতে সেই একই চিত্র বজায় থাকে ইতিমধ্যে সে ব্যবস্থাও করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কোনও রকম বিতর্ক থেকেও যাতে দূরে থাকা যায় সে দিকেও নজর রাখা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় যাতে কোনও রকম ব্যঙ্গাত্মক মন্তব্য ও ছবি পোস্ট করা না যায়, এমনকী আপত্তিকর প্ল্যাকার্ড-ফেস্টুনও সে কারণে ইতিমধ্যেই নিষিদ্ধ করেছে বোর্ড।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ জুন ২০১৫ ১৪:৩৩
Share:

হালকা মেজাজে অনুশীলন বাংলাদেশ ক্রিকেটারদের। ছবি: এএফপি।

নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের পর যে মৈত্রীর আবহ তৈরি হয়েছে বাইশ গজের ভিতরে ও বাইরে যাতে সেই একই চিত্র বজায় থাকে ইতিমধ্যে সে ব্যবস্থাও করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কোনও রকম বিতর্ক থেকেও যাতে দূরে থাকা যায় সে দিকেও নজর রাখা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় যাতে কোনও রকম ব্যঙ্গাত্মক মন্তব্য ও ছবি পোস্ট করা না যায়, এমনকী আপত্তিকর প্ল্যাকার্ড-ফেস্টুনও সে কারণে ইতিমধ্যেই নিষিদ্ধ করেছে বোর্ড। বিশ্বকাপে ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়ে যে বিতর্কের ঝড় বাংলাদেশ জুড়ে বয়ে গিয়েছিল ভারতের বিরুদ্ধে, এই সফরে যে সেই প্রভাব পড়বে তেমনটা মনে করছেন না বিশ্লেষকরা। বাংলাদেশ বোর্ডের থেকেও সেই চেষ্টাই করা হচ্ছে।

Advertisement

তবে এ সব ব্যাপারে বাংলাদেশ ক্রিকেটাররা যে মোটেই মাথা ঘামাচ্ছেন না সে কথা স্পষ্ট জানিয়েছেন মাশরাফি মোর্তাজা। তিনি জানান, সিরিজ জেতাই এখন তাঁদের লক্ষ্য।


অনুশীলনে ভারতীয় দল। ছবি: এপি।

Advertisement

এ দিকে, সোমবার সকালে ঢাকায় পৌঁছনোর পরই দুপুরে অনুশীলনে নেমে পড়েন বিরাট-হরভজনরা। বুধবার ফাতুল্লাতে মুশফিকুরদের বিরুদ্ধে নামবে ভারত। বাংলাদেশ বোর্ড যেমন এই সফরকে ঘিরে বিতর্ক থেকে দূরে থাকতে চাইছে, তেমন ভারতও এই সফর নিয়ে যথেষ্ট সতর্ক। অন্যান্য সফরকে ঘিরে যেমনটা বরাবর করে থাকে ভারতীয় দল, বাংলাদেশ সফরেও তার অন্যথা হয়নি। যেমন, সোমবার বাংলাদেশে পা রাখার পর থেকে সংবাদমাধ্যমের মুখোমুখি হননি কোনও ক্রিকেটার। মঙ্গলবারও হালকা মেজাজে অনুশীলন করেন ভারতীয় ক্রিকেটাররা। এই সফরে আসার আগে সাংবাদিক সম্মেলনে অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছিলেন, সিরিজ জেতাটা দলের কাছে সবচেয়ে বড় বিষয়। এখন শুধু অপেক্ষার পালা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন