হাজার ম্যাচে হাফ ডজন হজম করে পালালেন ওয়েঙ্গার

স্বপ্নের দিনটা বদলে গেল দুঃস্বপ্নে। তাঁর ‘স্পেশাল’ দিনটা নষ্ট করে দিয়ে গেলেন ‘দ্য স্পেশাল ওয়ান’। নিজের হাজারতম ম্যাচে হাফ ডজন গোল হজম করলেন আর্সেন ওয়েঙ্গার। এবং ম্যাচ শেষে মুখ বাঁচিয়ে পালাতে হল স্ট্যামফোর্ড ব্রিজ থেকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৪ ০৫:১০
Share:

স্কোরবোর্ডের দিকে যেন তাকাতে পারছেন না আর্সেনাল কোচ। শনিবার স্ট্যামফোর্ড ব্রিজে। ছবি: এএফপি

স্বপ্নের দিনটা বদলে গেল দুঃস্বপ্নে। তাঁর ‘স্পেশাল’ দিনটা নষ্ট করে দিয়ে গেলেন ‘দ্য স্পেশাল ওয়ান’। নিজের হাজারতম ম্যাচে হাফ ডজন গোল হজম করলেন আর্সেন ওয়েঙ্গার। এবং ম্যাচ শেষে মুখ বাঁচিয়ে পালাতে হল স্ট্যামফোর্ড ব্রিজ থেকে।

Advertisement

শনিবার প্রিমিয়ার লিগের মহারণে চেলসির কাছে ০-৬ হারল ওয়েঙ্গারের আর্সেনাল। ম্যাচের চব্বিশ ঘণ্টা আগে মোরিনহো বলেছিলেন যে, “ওয়েঙ্গার হাজারতম ম্যাচে পৌাঁনোর কারণ অনেক খারাপ সময়েও আর্সেনাল কোচের পাশে ছিল।” আর তার চব্বিশ ঘণ্টা পরে খারাপ মুহূর্তের সংখ্যা বাড়ল ওয়েঙ্গারের কেরিয়ারে। হয়তো বা তাঁর কোচিং জীবনের জঘন্যতম দিনও। প্রথমার্ধের শুরুতেই স্যামুয়েল এটোর গোলে ১-০ এগোয় চেলসি। যার কিছুক্ষণ পরেই আন্দ্রে সুরলে ২-০ করেন। পেনাল্টি থেকে হ্যাজার্ডের গোলে ম্যাচ এক তরফা লড়াইয়ে পরিণত হয়। তৃতীয় গোলের পরে বিতর্ক ছড়িয়ে পড়ে। আর্সেনালের অ্যালেক্স চেম্বারলেন হাত দিয়ে বল বাঁচালেও, ভুলবশত রেফারি লাল কার্ড দেখালেন কিয়েরান গিবসকে। এরপর গোল স্কোরারের তালিকায় যুক্ত হন অস্কার(২) ও সালাহ।

এই মরসুমে বড় দলগুলোর বিরুদ্ধে কিন্তু বড় ব্যবধানেই হারতে হচ্ছে আর্সেনালকে। যেমন লিভারপুলের কাছে ১-৫, ম্যাঞ্চেস্টার সিটির কাছে ৩-৬। জানা যাচ্ছে, আর্সেনালের ফরাসি কোচ এতটাই ক্ষুব্ধ ছিলেন যে ম্যাচ শেষে মোরিনহোর সঙ্গে হাত মিলিয়ে কোনও সাংবাদিক সম্মেলন না করে টিম বাসে উঠে পড়েন ওয়েঙ্গার। সামনে দাঁড়ানো কয়েক জন সাংবাদিককে শুধু বলে যান, “এই খারাপ ফলের যাবতীয় দায়িত্ব আমার। দলের সব ফুটবলার ক্ষমা চাইছে সমর্থকদের কাছে।”

Advertisement

পাশাপাশি নিজের ট্রেডমার্ক ভঙ্গিতেই ম্যাচ শেষে মোরিনহো বলেন, “প্রথম সাত মিনিটেই ম্যাচ শেষ হয়ে যায়। গত শনিবার অ্যাস্টন ভিলার কাছে হারার পর এ রকম জবাব আশা করেছিলাম দলের থেকে।” ইংলিশ ফুটবল ফেডারেশনের (এফএ) সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়া চেলসির পর্তুগিজ কোচ আবার ঠাট্টা করে বলেও দিলেন, “আমরা প্রিমিয়ার লিগ জিততে পারি। যদি ওদের সম্মতি থাকে।”

এত তাড়াতাড়ি ওয়েঙ্গারকে বিচার করা ঠিক নয়। মোটে ১০০০তম ম্যাচ ছিল ওঁর।
গ্যারি লিনেকার

আর্সেনাল মনে হচ্ছে পাঁচ নম্বরে শেষ করবে। আশা করেছিলাম আরও চার গোল হবে।
ক্রিস গেইল

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন