হাবাসের পরামর্শেই কাজ শুরু এটিকে অ্যাকাডেমির

আন্তোনিও হাবাসকে শেষ পর্যন্ত কোচ হিসেবে পরের মরসুমে পাওয়া যাবে কি না, তা নিয়ে কলকাতার কর্তারা সংশয়ে। তা সত্ত্বেও স্প্যানিশ কোচের পরামর্শ মেনেই অ্যাকাডেমি তৈরির সলতে পাকানোর কাজ শুরু করে দিলেন আটলেটিকো দে কলকাতার কর্তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৬ ০৩:৪৬
Share:

আন্তোনিও হাবাসকে শেষ পর্যন্ত কোচ হিসেবে পরের মরসুমে পাওয়া যাবে কি না, তা নিয়ে কলকাতার কর্তারা সংশয়ে। তা সত্ত্বেও স্প্যানিশ কোচের পরামর্শ মেনেই অ্যাকাডেমি তৈরির সলতে পাকানোর কাজ শুরু করে দিলেন আটলেটিকো দে কলকাতার কর্তারা।

Advertisement

শনিবার থেকে রাজ্যের কুড়িটি জেলায় শুরু হচ্ছে এটিকে অ্যাকাডেমির ফুটবলার নির্বাচনের ট্রায়াল। উদ্বোধন হবে বিধাননগর স্পোর্টস কমপ্লেক্সে, যে মাঠে সুপার লিগের সময় অনুশীলন করতেন হিউম-দ্যুতিরা। প্রথম দিন ডাকা হয়েছে কলকাতা এবং সংলগ্ন অঞ্চলের প্রতিশ্রুতিমান ফুটবলারদের। ১২-১৪ বছর বয়সিদের ওই ট্রায়াল থেকে মোট ষাট জনকে নির্বাচন করা হবে। এ ভাবেই রাজ্যের কুড়িটি জেলা থেকে ফুটবলার বাছাই করে এনে মূল ট্রায়াল হবে। সেখান থেকে আবার ত্রিশ জনকে বাছা হবে অ্যাকাডেমির জন্য। ফুটবলার বাছার দায়িত্বে আছেন হাবাসের সহকারী কোচ বাস্তব রায় এবং সদ্য এ-লাইসেন্স পাওয়া কুন্তলা ঘোষদস্তিদার। তাঁদের সাহায্য করবেন আরও চার জন কোচ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement