১৭ সিরিজের আইফোনে নিজস্ব চিপ ব্যবহার করেছে নির্মাণকারী মার্কিন টেক জায়ান্ট অ্যাপ্ল। —প্রতীকী ছবি।
উৎসবের মরশুমে ১৭ সিরিজের আইফোন বাজারে এনে সবাইকে চমকে দিয়েছে অ্যাপ্ল। নতুন ফোনগুলিতে কোয়ালকম এবং ব্রডকমের চিপ ব্যবহার করেনি নির্মাণকারী মার্কিন টেক জায়ান্ট। তার বদলে নিজেদের তৈরি সেমিকন্ডাক্টরে ভরসা রেখেছে তারা। যার জেরে নেটওয়ার্ক এবং তারবিহীন যোগাযোগের মাধ্যম হিসাবে এ বার থেকে ‘এনওয়ান’ চিপের স্বাদ পাবেন ১৭ সিরিজের আইফোন গ্রাহকরা।
গ্যাজেট বিশ্লেষকদের দাবি, অ্যাপ্লের এই ‘এনওয়ান’ চিপের সুবিধা অনেক। প্রথমত, এর মাধ্যমে ওয়াইফাই-৭র ইন্টারনেট স্পিড পাবেন ১৭ সিরিজের আইফোন ব্যবহারকারীরা। ফলে জনবহুল এলাকাতেও বাধাহীন ভাবে দিব্যি চলবে ইন্টারনেট। সেখানে লাইভ স্ক্রিনিং, গেমিং বা সমাজমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে কোনও ঝুটঝামেলার মুখে পড়তে হবে না গ্রাহককে।
নতুন চিপকে বাদ দিলে ১৭ সিরিজের আইফোনগুলির ব্লুটুথ আগের চেয়ে উন্নত করেছে অ্যাপ্ল। এর সাহায্যে একাধিক ডিভাইসের সঙ্গে মুঠোবন্দি যন্ত্রটিকে যুক্ত করতে পারবেন ব্যবহারকারীরা। ১৭ সিরিজের আইফোনের হেডফোনে থাকছে স্প্যাটিয়াল অডিয়ো। ফলে গেমিং বা ভিডিয়ো কলের সময় মিলবে আলাদা অনুভূতি।
এ ছাড়া নতুন ফোনগুলিতে থ্রেড সাপোর্ট সিস্টেম রেখেছে অ্যাপ্ল। এর মাধ্যমে দ্রুত অন্য কোনও ডিভাইসের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারবেন ব্যবহারকারীরা। পাশাপাশি, কম বিদ্যুৎ খরচ করে আইওটি ডিভাইস চালাতে পারবেন তাঁরা। এক কথায় এয়ারড্রপ বা হটস্পটের ক্ষেত্রে আরও উন্নত প্রযুক্তি যে মার্কিন টেক জায়ান্টটি নিয়ে এল, তা বলাই বাহুল্য।
অ্যাপ্ল জানিয়েছে, আগের তুলনায় দ্বিগুণ হতে চলেছে ১৭ সিরিজের আইফোনের ডেটা স্পিড। মাত্র ৩০ শতাংশ ব্যাটারি খরচ করে দিনের প্রায় সব কাজ সেরে নিতে পারবেন গ্রাহক। সেদিক থেকে বিদ্যুতের বিলে অনেকটাই সাশ্রয় হবে ব্যবহারকারীর। তবে মার্কিন টেক জায়ান্টটির তৈরি ‘এনওয়ান’ চিপে মিলিমিটার ওয়েব ফাইভ জ়ির সাপোর্ট নেই।