Samsung Galaxy vs iPhone 16

ডিসপ্লে, ব্যাটারি থেকে ব্যাক প্যানেল, স্যামসাং এস২৫-এর চেয়ে আইফোন ১৬ প্রো ম্যাক্স সারানোর খরচ কতটা বেশি?

স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা এবং আইফোন ১৬ প্রো ম্যাক্সের দাম প্রায় সমান। কিন্তু এই দুই ফোনের ডিসপ্লে, ব্যাটারি বা ব্যাক প্যানেল মেরামতির ক্ষেত্রে রয়েছে বিস্তর খরচের ফারাক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৫ ১৩:১৪
Share:

প্রতীকী ছবি।

স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা বনাম আইফোন ১৬ প্রো ম্যাক্স। দামের নিরিখে অ্যান্ড্রয়েড এবং অ্যাপ্‌লের এই দুই ফোনের মধ্যে রয়েছে কাঁটে কা টক্কর। কিন্তু ডিসপ্লে, ব্যাটারি বা ব্যাক প্যানেল খারাপ হয়ে গেলে কোনটা সারাতে খরচ হবে বেশি? তা ছাড়া সেকেন্ড হ্যান্ড বিক্রির ক্ষেত্রে কোনটাতে বেশি লাভের রয়েছে সুযোগ? আনন্দবাজার ডট কমের এই প্রতিবেদনে রইল তার হদিস।

Advertisement

স্মার্টফোনের সবচেয়ে বড় সমস্যা হল ডিসপ্লে ভেঙে যাওয়া। স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রার ক্ষেত্রে নতুন ডিসপ্লে লাগাতে খরচ হবে ২০ থেকে ২৫ হাজার টাকা। সেখানে আইফোন হলে নতুন ডিসপ্লে লাগাতে ব্যবহারকারীকে দিতে হবে ২৫ থেকে ৪৫ হাজার টাকা।

স্যামসাঙের ফোনটির ব্যাটারি খারাপ হলে, পাঁচ থেকে সাত হাজার টাকার মধ্যে সেটা সারিয়ে ফেলতে পারবেন গ্রাহক। কিন্তু এ ক্ষেত্রেও আইফোন ব্যবহারকারীর খরচ হবে অনেকটাই বেশি। তাঁকে দিতে হবে সাত থেকে ১২ হাজার টাকা।

Advertisement

দু’টি ফোনেরই ব্যাক প্যানেল কাচ দিয়ে তৈরি। ফলে হাত থেকে পড়ে গেলে বা অসাবধানতাবশত টেবলে রাখলে সেটা ফেটে যেতে পারে। স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রার ব্যাক প্যানেল সারানোর খরচ আট থেকে ১২ হাজার টাকা। অন্য দিকে, আইফোন ১৬ প্রো ম্যাক্সের জন্য ১৫ থেকে ২৫ হাজার টাকা খরচ করতে হবে সংশ্লিষ্ট ব্যবহারকারীকে।

পুরনো ফোন বিক্রির ক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রার চেয়ে আইফোন ১৬ প্রো ম্যাক্সে বেশি অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে। অ্যান্ড্রয়েড ফোন সারানোর সময়ে সার্ভিস সেন্টারগুলি অনেক ক্ষেত্রে গ্রাহককে একটি বিকল্প ফোন দিয়ে থাকেন। অ্যাপ্‌লের ক্ষেত্রে এই সুবিধা কখনওই পাবেন না ব্যবহারকারী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement