ভিভোর স্মার্টফোন গ্রাহকরা পাবেন ‘অরিজিন ওএস’-এর আপডেট। — প্রতীকী ছবি।
ভিভোর স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। নতুন অপারেটিং সিস্টেম লঞ্চ করেছে এই চিনা সংস্থা। নাম ‘অরিজিন ওএস৬’। কবে থেকে এর আপডেট পাবেন গ্রাহকেরা? কোন কোন সিরিজ়ের ফোনে আসবে নতুন অপারেটিং সিস্টেমের আপডেট? এই নিয়ে জল্পনার মধ্যেই ভিভোর তরফে প্রকাশ করা হয়েছে সেই তালিকা। আনন্দবাজার ডট কম-এর এই প্রতিবেদনে যা তুলে দেওয়া হল।
চলতি বছরের নভেম্বরে ভিভো এক্স-২০০ এবং এক্স-১০০ মডেলের ফোন ব্যবহারকারীরা পাবেন ‘অরিজিন ওএস৬’-এর আপডেট। চৈনিক সংস্থাটির সর্বশেষ ভি সিরিজ়ের মডেলগুলিতেও আগামী মাসে এই আপডেট আসতে শুরু করবে। তার মধ্যে থাকবে ভি-৬০, আইকিউ-১২ এবং আইকিউ-১৩ মডেলের স্মার্টফোন। ফলে কিছু দিনের মধ্যেই এগুলির গ্রাহকেরা যে একটা আলাদা স্বাদ পেতে চলেছেন, তা বলাই বাহুল্য।
ডিসেম্বরের ক্ষেত্রে কিন্তু এই তালিকা অনেক বেশি দীর্ঘ। বছরের শেষ মাসে ‘অরিজিন ওএস৬’ আপডেট পাবেন ভিভোর ভি-৫০, ভি-৫০ই, টি-৪ আল্ট্রা, টি-৪ প্রো, নিও ১০, নিও ১০আর এবং আইকিউ ১০ প্রো-র ব্যবহারকারীরা। ২০২৬ সালের গোড়ায় ভিভোর এক্স-৯০, ভি-৪০, ভি-৩০, টি-৪, টি-৪এক্স এবং টি-৪আর সিরিজ়ের ফোনে সংশ্লিষ্ট অপারেটিং সিস্টেমের আপডেট মিলবে।
টি-৩ সিরিজ়ের ফোনের গ্রাহকদের ‘অরিজিন ওএস৬’-এর আপডেট পেতে অপেক্ষা করতে হবে ২০২৬ সালের প্রথম দু’-তিন মাস পর্যন্ত। একই সময়সীমার মধ্যে আইপিও জ়েড-১০ এবং জ়েড-৯ সিরিজ়ের ফোন ব্যবহারকারীরা সংশ্লিষ্ট অপারেটিং সিস্টেমের আপডেট পাবেন। তবে ভিভো ওয়াই-৪০০, ওয়াই-২০০ এবং ওয়াই-১০০র ব্যবহারকারীদের ‘অরিজিন ওএস৬’-এর আপডেট পেতে ২০২৬ সালের প্রথমার্ধ বা প্রথম ছ’মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানা গিয়েছে।