WhatsApp New Features

নাম-নম্বর গোপন রেখে করা যাবে চ্যাটিং, বলা যাবে কথা, হোয়াট্সঅ্যাপের নতুন ফিচারে থাকছে কী কী সুবিধা?

নাম-নম্বর গোপন রেখে ফোন বা চ্যাট করতে পারবেন ব্যবহারকারীরা। গোপনীয়তার অধিকার রক্ষায় এ বার নতুন ফিচার চালু করতে চলেছে জনপ্রিয় মেসেজ়িং অ্যাপ হোয়াট্সঅ্যাপ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ১৮:১৫
Share:

প্রতীকী ছবি।

নাম-নম্বর গোপন রেখে দিব্যি করা যাবে চ্যাটিং। প্রিয়জনের সঙ্গে বলা যাবে কথা। জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াট্‌সঅ্যাপে এ বার আসতে চলেছে এই বৈশিষ্ট্য। বর্তমানে অ্যান্ড্রয়েডের বিটা সংস্করণে যার পুরোদমে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে অ্যাপটির নিয়ন্ত্রণকারী সংস্থা তথা মার্কিন টেক জায়ান্ট মেটা। সব কিছু ঠিক থাকলে বর্ষশেষের আগেই ব্যবহারকারীদের গোপনীয়তার অধিকার রক্ষায় হোয়াট্‌সঅ্যাপ যে আরও এক ধাপ এগোবে, তা বলাই বাহুল্য।

Advertisement

সূত্রের খবর, নতুন ব্যবস্থায় হোয়াট্‌সঅ্যাপের প্রোফাইল সেটিংয়ে থাকবে ‘রিজ়ার্ভ ইউজ়ার’ নামের একটি অপশন। সেটি চালু রাখলে ব্যবহারকারী তাঁর নাম এবং মোবাইল নম্বর গোপন রাখতে পারবেন। শুধু তা-ই নয়, এর জেরে এক বা একাধিক ব্যক্তি সংশ্লিষ্ট ব্যবহারকারীকে ইচ্ছামতো মেসেজ পাঠাতে পারবেন না।

এখন প্রশ্ন হল, নাম এবং নম্বর গোপন করে কী কী সুবিধা পাবেন গ্রাহক? সূত্রের খবর, আগামী দিনে WWW লেখা কোনও জায়গা থেকে মেসেজ এলে তাকে নিজের থেকেই ব্লক করে দেবে হোয়াট্‌সঅ্যাপ। অর্থাৎ, কোনও ওয়েবসাইট বা প্ল্যাটফর্ম থেকে আলাদা করে সংশ্লিষ্ট মেসেজিং অ্যাপটির ভিতরে ঢোকা যাবে না। এতে সাইবার অপরাধের পরিমাণ কমবে। পাশাপাশি আটকানো যাবে তথ্য চুরি।

Advertisement

হোয়াট্সঅ্যাপের এই নতুন ফিচারটির নাম ‘ইউজ়ার নেম’। এটি অন করা থাকলে ব্যবহারকারী কোনও অপরিচিত ব্যক্তির নাম বা নম্বর দেখতে পাবেন না। তবে ‘ইউজ়ার নেম উইথ পিন’ অপশনটি ব্যবহার করে একটি চার অঙ্কের ‘পার্সোনাল আইডেন্টিফিকেশন নম্বর’ তৈরি করা যাবে। সেটি জানা থাকলে অন্য ব্যক্তিরা তাঁকে বার্তা পাঠাতে পারবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement