Phone Battery Problem

পাহাড় হোক বা সমুদ্র, বেড়াতে গেলেই কয়েক ঘণ্টায় ব্যাটারি ‘মৃত’! জেনে নিন ফোন চালু রাখার সহজ টিপ্‌স

বেড়াতে গেলে প্রায় সকলেই মোবাইল ফোনের চার্জ দ্রুত ফুরিয়ে যাওয়ার সমস্যায় ভোগেন। কেন ওই সময় তাড়াতাড়ি শেষ হয় ব্যাটারি? কী করলে সহজে মিটবে এই সমস্যা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ১৫:৪৩
Share:

বেড়াতে গেলে কেন দ্রুত ফুরিয়ে যায় মোবাইল ফোনের চার্জ? —প্রতীকী ছবি।

বাড়ি আর অফিস— এই একঘেয়ে জীবন থেকে মুক্তি পেতে পছন্দের কোনও জায়গায় বেড়াতে গিয়েছেন। কিন্তু, সেখানে পৌঁছে মুখোমুখি হতে হল নতুন এক সমস্যার। আর সেটা হল মোবাইল ফোনের ব্যাটারি। দ্রুত চার্জ ফুরিয়ে যাওয়ার রোগ যেন ধরা পড়েছে তাতে! কিন্তু কেন? এই ঝামেলা থেকে সহজে মুক্তি পেতে কী করবেন ব্যবহারকারী? আনন্দবাজার ডট কম-এর এই প্রতিবেদনে রইল তার হদিস।

Advertisement

গ্যাজেট বিশ্লেষকদের কথায়, বেড়াতে গেলে মূলত তিনটি কারণে দ্রুত ফুরিয়ে যায় ফোনের চার্জ। প্রথমত, পাহাড় হোক বা সমুদ্রসৈকত— শহর এলাকার তুলনায় অনেক জায়গাতেই ফোনের নেটওয়ার্কের সিগন্যাল থাকে বেশ দুর্বল। প্রত্যন্ত এলাকা হলে তো কথাই নেই। এর জেরে মুঠোবন্দি ডিভাইসটির সফ্‌টঅয়্যারগুলি দ্রুত সেই নেটওয়ার্ক খুঁজতে শুরু করে। এর পুরো চাপটাই নিতে হয় ব্যাটারিকে। ফলে দ্রুত ফুরিয়ে যায় চার্জ।

দ্বিতীয়ত, বেড়াতে গিয়ে লাগাতার ফোটো তোলা, ভিডিয়ো করা, এমনকি গুগ্‌ল ম্যাপে পছন্দের ডেস্টিনেশন সার্চ করার প্রবণতাও রয়েছে মোবাইল ফোন ব্যবহারকারীদের মধ্যে। এগুলির জন্যও ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যেতে পারে। কারণ সংশ্লিষ্ট সফ্‌টঅয়্যার বা হার্ডঅয়্যারগুলির কাজ করার বিষয়টি অনেকটাই ব্যাটারি-নির্ভর।

Advertisement

এ ছাড়া গ্রাহক যেখানে বেড়াতে গিয়েছেন, সেখানকার পরিবেশ খুব ঠান্ডা বা খুব গরম হলে, তার প্রভাবও ফোনের ব্যাটারির উপর পড়তে পারে। দার্জিলিং, সিকিম, জম্মু-কাশ্মীর বা উত্তরাখণ্ডের পাহাড় বা রাজস্থানের মরুভূমি এলাকায় এটা হওয়ার সম্ভাবনা বেশি। আর তাই বেড়াতে গেলে সঙ্গে একটি পাওয়ার ব্যাঙ্ক রাখার পরামর্শ দিচ্ছেন গ্যাজ়েট বিশ্লেষকেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement