১৯৬৫ সালে বান্দ্রাতে জন্মগ্রহণ করেন অভিনেতা, প্রযোজক ও নির্দেশক আমির খান। ১৯৭৩ সালে শিশু অভিনেতা হিসাবে ‘ইয়াদোঁ কি বারাত’ ছবিতে আত্মপ্রকাশ। ১৯৮৪-তে পেশাদারি জীবন শুরু করেন ‘হোলি’ ছবিতে অভিনয়ের মাধ্যমে। ১৯৮৮-তে ‘কয়ামত সে কয়ামত তক’ ছবিতে অভিনয়ে চূড়ান্ত সাফল্য পান।‘কয়ামত সে কয়ামত তক’ ও ‘রাঁখ’ ছবিতে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পান।শিশু-পুষ্টি নিয়ে সচেতনতা বাড়াতে ২০১১ সালে তিনি ইউনিসেফ-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর নিযুক্ত হন।