৪ সেপ্টেম্বর, ১৮৮০

কলকাতায় জন্মগ্রহণ করেন বিপ্লবী ভূপেন্দ্রনাথ দত্ত। কেশবচন্দ্র সেন ও দেবেন্দ্রনাথ ঠাকুরের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি ব্রাহ্মসমাজে যোগ দেন। ১৯০২ সালে প্রমথনাথ মিত্রের ‘বেঙ্গল রিভলিউশনারি সোসাইটি’তে যোগ দেন। অরবিন্দ ঘোষের সহায়তায় ১৯০৬ সালে বিপ্লবী সাপ্তাহিক পত্রিকা ‘যুগান্তর’-এর সম্পাদক হন। বৈপ্লবিক আন্দোলনের পাশপাশি তিনি সমাজতত্ত্ব এবং নৃতত্ত্বের গবেষণার জন্য ১৯২৩ খ্রিস্টাব্দ থেকে হামবুর্গ বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট উপাধি পান। ১৯২০ সালে জার্মান অ্যানথ্রপোলজিক্যাল সোসাইটি এবং ১৯২৪ খ্রিস্টাব্দে জার্মান এশিয়াটিক সোসাইটির সদস্য হন। ১৯৩৬-এ ভারতের কৃষক আন্দোলনে যুক্ত থেকে বঙ্গীয় কৃষক সভার সভাপতি এবং দু’বার অখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের অধিবেশনে সভাপতি নিযুক্ত হন।

Advertisement
শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৫ ০০:০৮
Share:

কলকাতায় জন্মগ্রহণ করেন বিপ্লবী ভূপেন্দ্রনাথ দত্ত। কেশবচন্দ্র সেন ও দেবেন্দ্রনাথ ঠাকুরের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি ব্রাহ্মসমাজে যোগ দেন। ১৯০২ সালে প্রমথনাথ মিত্রের ‘বেঙ্গল রিভলিউশনারি সোসাইটি’তে যোগ দেন। অরবিন্দ ঘোষের সহায়তায় ১৯০৬ সালে বিপ্লবী সাপ্তাহিক পত্রিকা ‘যুগান্তর’-এর সম্পাদক হন। বৈপ্লবিক আন্দোলনের পাশপাশি তিনি সমাজতত্ত্ব এবং নৃতত্ত্বের গবেষণার জন্য ১৯২৩ খ্রিস্টাব্দ থেকে হামবুর্গ বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট উপাধি পান। ১৯২০ সালে জার্মান অ্যানথ্রপোলজিক্যাল সোসাইটি এবং ১৯২৪ খ্রিস্টাব্দে জার্মান এশিয়াটিক সোসাইটির সদস্য হন। ১৯৩৬-এ ভারতের কৃষক আন্দোলনে যুক্ত থেকে বঙ্গীয় কৃষক সভার সভাপতি এবং দু’বার অখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের অধিবেশনে সভাপতি নিযুক্ত হন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন