Travel tips

ভ্রমণের দৌলতে জমানো পুঁজিতে টান! চর্চায় এখন ‘ট্রাভেল ম্যাথ’, কী সেই সমাধান?

ঘুরতে গিয়ে খরচের হিসেব করতে চান না অনেকেই। কিন্তু ফিরে আসার পর বাড়ে অনুশোচনা। এই প্রবণতা থেকে অর্থনৈতিক সমস্যা তৈরি হতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জুন ২০২৫ ১৬:১৯
Share:

ঘুরতে গিয়ে অনেকেই খরচে রাশ টানতে পারেন না। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

একটা উদাহরণ দিয়েই শুরু করা যাক। ধরা যাক, সাম্প্রতিক ভ্রমণের জন্য আপনার বাজেট ছিল ২০ হাজার টাকা। কিন্তু ফিরে এসে দেখলেন, নগদ বা কার্ড মিলিয়ে খরচের পরিমাণ আরও ২০ হাজার টাকা বেড়েছে। অর্থাৎ, যা বাজেট ছিল, তার থেকে দ্বিগুণ বেশি খরচ করে ফেলেছেন। ফলে সংসার খরচ চালাতে বেগ পেতে হচ্ছে। সেখানেই চর্চায় চলে এসেছে ‘ট্রাভেল ম্যাথ’। অর্থাৎ, ঘুরতে যাওয়ার জন্য লাগামহীন খরচে রাশ টানা।

Advertisement

ঘুরতে গিয়ে চোখের সামনে প্রতিনিয়ত প্রলোভনের হাতছানি। ট্রেনের পরিবর্তে বিমানযাত্রা। গন্তব্যে পৌঁছে দামি হোটেল। গণপরিবহণে যে দূরত্ব সহজেই অতিক্রম করা যায়, সেখানে ব্যক্তিগত গাড়ির ব্যবহার। বা হয়তো এলাহি খাওয়াদাওয়া এবং কেনাকাটা। ভ্রমণ বিশেষজ্ঞদের একাংশের মতে, অনেকেই সারা বছরে পরিবারের সঙ্গে এক বার অন্তত বড় ট্যুর করেন। তাই তাঁদের মনের মধ্যেও এই ধারণা ঘুরতে থাকে যে, ‘‘এক বারই তো ঘুরতে এসেছি। একটু বেশি খরচ করাই যায়।’’ পাশাপাশি, খরচ বাড়লে এখন বিভিন্ন ক্রেডিট কার্ডের সুবিধা পাওয়া যায়। কিন্তু এই ফাঁদেই দেখা যাচ্ছে, বহু পর্যটক কোণঠাসা হয়ে পড়ছেন। ঘুরতে গিয়ে খরচ নিয়ে ভাবনাচিন্তা না করার প্রবণতা থেকেই ‘ট্রাভেল ম্যাথ’ শব্দবন্ধের উৎপত্তি, যেখানে খরচের তুলনায় ভ্রমণের অভিজ্ঞতার উপরে বেশি জোর দেওয়া হয়।

ঘুরতে গিয়ে মানুষ শান্তির খোঁজে থাকেন। তাই তখন টাকাপয়সা বা অন্যান্য বিষয় নিয়ে দৈনন্দিন চাপ থেকে দূরে থাকতে চান। তার পরেই শুরু হয় বিপত্তি। অনেকের ক্ষেত্রে ফিরে আসার পর খরচের বহর দেখে মনের মধ্যে অনুশোচনা দানা বাঁধে। তাই অর্থনৈতিক সমস্যা না তৈরি করতে চাইলে সময় থাকতেই ভ্রমণের পরিকল্পনা করা উচিত।

Advertisement

কী ভাবে এড়ানো যায়

প্রথমত, গন্তব্যে যাওয়ার আগে সেখানকার পুঙ্খানুপুঙ্খ তথ্য জেনে নিতে হবে। সেইমতো সম্ভাব্য খরচের হিসেব করে রাখতে হবে। মাথায় রাখতে হবে, ঘুরতে গিয়ে কোনও বিপদ হতে পারে। তাই শেষ দিন পর্যন্ত হাতে যাতে টাকা থাকে, তা নিশ্চিত করতে হবে। তার ফলে ফিরে আসার পরে আপনার টাকা আপনার কাছেই থাকবে। ঘুরতে গিয়ে খরচ হতেই পারে। কিন্তু তা যেন বাজেটের ১০ শতাংশের চেয়ে বেশি না হয়।

আবার ফ্রি পয়েন্ট পাওয়া গিয়েছে বলেই তারকাখচিত হোটেল বুক না করাই ভাল। ক্রেডিট কার্ডের কথা ভুলে গিয়ে কেনাকাটা করা ভাল। দিনের মধ্যে লাঞ্চ বা ডিনার— যে কোনও একটির ক্ষেত্রে বেশি খরচ করা যেতে পারে। ফলে সাশ্রয় হবে। কেনাকাটার ক্ষেত্রে কোনও বড় খরচের আগে সঙ্গে যাঁরা রয়েছেন, তাঁদের পরামর্শ নেওয়া যেতে পারে।

সবচেয়ে বড় বিষয়, এক বার ভ্রমণ নয়। মনে রাখা উচিত, সপরিবার একটা ট্যুর ভাল হলে পরবর্তী ভ্রমণের অবকাশ তৈরি হয়। তাই নির্দিষ্ট বাজেটে ঘুরতে পারলে পরবর্তী ট্যুরের জন্যেও টাকা জমিয়ে রাখা যায়। মনে রাখতে হবে, ভ্রমণ সুন্দর স্মৃতি তৈরি করে। তা যেন অনুশোচনার কারণ না হয়ে ওঠে, তার জন্য আগে থেকে পরিকল্পনা করাই কাম্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement